Ajker Patrika

‘মাজার জিয়ারতে’ সিলেট যাওয়ার পথে ৬ রোহিঙ্গা আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৬: ১১
‘মাজার জিয়ারতে’ সিলেট যাওয়ার পথে ৬ রোহিঙ্গা আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়ন থেকে দুই শিশুসহ ছয় রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলা মুন্সিবাজার ইউনিয়নের মুন্সীবাজারের পাশে কৃষিজমি থেকে তাঁদের আটক করা হয়। 

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। তিনি জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত রোহিঙ্গারা জানিয়েছেন তাঁরা সিলেটে মাজার জিয়ারতের জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়েছিলেন। 

আটক রোহিঙ্গারা হলেন—মোহাম্মদ শাহা (১৯), নুর ফাতেমা (১৭), আখলিমা (৭), জুনায়েদ (২৩), তহুরা (২৪), উমায়ের (৪)। তারা সবাই কক্সবাজারের কুতুবপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের ৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা। 

স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১১টার দিকে উপজেলার মুন্সিবাজারে এলাকার কৃষি জমিতে ওই ছয়জনকে দেখে স্থানীয়রা। পরে তাঁদের কথাবার্তায় সন্দেহজনক লাগলে তাঁদের আটক করে স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হয়। পরে চেয়ারম্যান তল্লাশি করলে তাঁদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়। 

মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, ‘স্থানীয়রা শিশুসহ ৬ রোহিঙ্গা আটক করে আমাকে খবর দেন। পরে আমি তাঁদের আটক করে আমার ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে আসি। তারপর কমলগঞ্জ থানা–পুলিশ ও ইউএনওকে অবগত করি।’ 

তিনি আরও বলেন, ‘আটকদের কাছে রোহিঙ্গা আইডি কার্ড পাওয়া যায়। ভারত যাওয়ার জন্য দালাদের মাধ্যমে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসতে পারে।’ 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ৬ রোহিঙ্গাকে তাঁদের ক্যাম্পে পাঠানো হবে। সিলেটের হজরত শাহজালাল মাজার জিয়ারতের জন্য তাঁরা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত