কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে আবারও লাউয়াছড়া বনের কাছে প্রায় ছয় একর টিলা ভূমির গুল্মসহ গাছগাছালি আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের টানা ৪ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ বুধবার বেলা ২টায় আগুন লাগার ঘটনা ঘটে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি একই জায়গায় আগুন লেগে প্রায় ৪ একর জায়গা পুড়ে যায়।
বন বিভাগের দাবি, পুড়ে যাওয়া বন তাদের নিয়ন্ত্রণে নয়, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন হীড নামক এনজিও সংস্থার নিয়ন্ত্রণে। আগুনে প্রায় ছয় একর জায়গার মূল্যবান গাছগাছালি পুড়ে গেছে।
স্থানীয় ও হিড সূত্রে জানা গেছে, আজ (বুধবার) বেলা ২টায় হিডের পশ্চিম দিকে লাউয়াছড়া বন সংলগ্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বনের টিলায় হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ারম্যানরা পাহাড়ি টিলায় আগুন নেভানোর কাজ শুরু করেন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় চার ঘন্টা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিত্যক্ত বনের জায়গা দখল করার জন্য এক শ্রেণির মানুষ বারবার আগুন লাগিয়ে দিচ্ছে। এতে বনের লতা পাতা ও গুল্মসহ গাছগাছালি পুড়ে গেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, হিড বাংলাদেশের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিত্যক্ত বনে বিভিন্ন ছোট–বড় লতা পাতা পুড়ে গেছে। বিভিন্ন প্রজাতির গাছগাছালির গোড়া পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে। বন্যপ্রানীসহ পশুপাখিরা টিলাগুলোতে বিচরণ করত। ধারণা করা হচ্ছে, অরক্ষিত এলাকায় দুষ্কৃতকারীরা ভূমি দখল করার জন্য আগুন লাগিয়ে থাকতে পারে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য মো. জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘লাউয়াছড়া সংলগ্ন হীডের বনের জায়গায় আগুন লাগলে প্রায় ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ব্যাপক এলাকার গাছগাছালি পুড়ে গেছে।’
হিড বাংলাদেশের লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন টিলায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস দল এসে প্রায় ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৬ একর বন পুড়ে গেছে। বন্য প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত জায়গাটির মালিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগেও গত ১৯ ফেব্রুয়ারি এই জায়গায় আগুন লাগানো হয়েছিল।’
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রতিনিধি দল পুড়ে যাওয়া জায়গা দেখে এসেছেন। আমরা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
মৌলভীবাজারের কমলগঞ্জে আবারও লাউয়াছড়া বনের কাছে প্রায় ছয় একর টিলা ভূমির গুল্মসহ গাছগাছালি আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের টানা ৪ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ বুধবার বেলা ২টায় আগুন লাগার ঘটনা ঘটে। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি একই জায়গায় আগুন লেগে প্রায় ৪ একর জায়গা পুড়ে যায়।
বন বিভাগের দাবি, পুড়ে যাওয়া বন তাদের নিয়ন্ত্রণে নয়, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন হীড নামক এনজিও সংস্থার নিয়ন্ত্রণে। আগুনে প্রায় ছয় একর জায়গার মূল্যবান গাছগাছালি পুড়ে গেছে।
স্থানীয় ও হিড সূত্রে জানা গেছে, আজ (বুধবার) বেলা ২টায় হিডের পশ্চিম দিকে লাউয়াছড়া বন সংলগ্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বনের টিলায় হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ারম্যানরা পাহাড়ি টিলায় আগুন নেভানোর কাজ শুরু করেন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় প্রায় চার ঘন্টা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিত্যক্ত বনের জায়গা দখল করার জন্য এক শ্রেণির মানুষ বারবার আগুন লাগিয়ে দিচ্ছে। এতে বনের লতা পাতা ও গুল্মসহ গাছগাছালি পুড়ে গেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, হিড বাংলাদেশের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পরিত্যক্ত বনে বিভিন্ন ছোট–বড় লতা পাতা পুড়ে গেছে। বিভিন্ন প্রজাতির গাছগাছালির গোড়া পুড়ে গিয়ে ছাই হয়ে গেছে। বন্যপ্রানীসহ পশুপাখিরা টিলাগুলোতে বিচরণ করত। ধারণা করা হচ্ছে, অরক্ষিত এলাকায় দুষ্কৃতকারীরা ভূমি দখল করার জন্য আগুন লাগিয়ে থাকতে পারে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য মো. জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘লাউয়াছড়া সংলগ্ন হীডের বনের জায়গায় আগুন লাগলে প্রায় ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ব্যাপক এলাকার গাছগাছালি পুড়ে গেছে।’
হিড বাংলাদেশের লিয়াজোঁ অফিসার নুরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন টিলায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস দল এসে প্রায় ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৬ একর বন পুড়ে গেছে। বন্য প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত জায়গাটির মালিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগেও গত ১৯ ফেব্রুয়ারি এই জায়গায় আগুন লাগানো হয়েছিল।’
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের প্রতিনিধি দল পুড়ে যাওয়া জায়গা দেখে এসেছেন। আমরা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে