জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘আবহমান বাংলার সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে।’
মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশে একটি মেধাবী জাতি গঠনে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি শিক্ষা চালু করেছে। এ ছাড়া আইসিটি ভবন নির্মাণ করে শিক্ষার সহায়ক পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে।’
আজ শনিবার সকালে জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি নাসরিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, শিক্ষা অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রাজিয়া সুলতানা, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, গোয়াইনঘাট পূর্ব আলীর গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সিলেট কৃষি বিদ্যালয় অধ্যাপক ময়মুনা রনক প্রমুখ।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘আবহমান বাংলার সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে।’
মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশে একটি মেধাবী জাতি গঠনে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি শিক্ষা চালু করেছে। এ ছাড়া আইসিটি ভবন নির্মাণ করে শিক্ষার সহায়ক পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে।’
আজ শনিবার সকালে জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি নাসরিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, শিক্ষা অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রাজিয়া সুলতানা, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, গোয়াইনঘাট পূর্ব আলীর গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সিলেট কৃষি বিদ্যালয় অধ্যাপক ময়মুনা রনক প্রমুখ।
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
১ সেকেন্ড আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
৪ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
৮ মিনিট আগেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে, সিলেট বিভাগের ৩২.৭ শতাংশ শিশুর বয়সের তুলনায় উচ্চতা কম। গবেষণাটি ওই বিভাগের শিশুদের অপুষ্টির চিত্র বিশ্লেষণ করে ঝুঁকিপূর্ণ উপজেলাগুলো চিহ্নিত করেছে।
১২ মিনিট আগে