আরিফ হত্যাকাণ্ড: প্রধান আসামি কাউন্সিলর নিপু ৩ দিনের রিমান্ডে

সিলেট প্রতিনিধি
Thumbnail image

সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ হত্যা মামলার প্রধান আসামি নগরের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে সিলেট মহানগর আদালত-২ এর বিচারক সগির আহমেদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান। তিনি জানান, আজ রোববার সকালে আরিফ হত্যার প্রধান আসামি কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত সোমবার (১২ ফেব্রুয়ারি) মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন নিপু। এ সময় বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, এত দিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন নিপু। 

উল্লেখ্য, ২০২৩ সালের ২০ নভেম্বর রাত ১২টার দিকে নগরের বালুচরের টিবি গেট এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন আরিফ। পরে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে মারা যান তিনি। 

পরে এই ঘটনায় নিহত আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় সিলেট সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত