Ajker Patrika

কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, আহত ৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৪০
কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, আহত ৪

মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় মাইক্রোবাসের চারজন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার উপজেলার ভাটেরা বাজার রেলগেটে এ ঘটনা ঘটে। 

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করেছেন। 

গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপরজনকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন–উপজেলা সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের জলি বেগম (৪৫), তাহছিন আহমদ (১৪), ফাহাদ মিয়া (১৫) ও রিয়াদ আহমদ (৭)। 

জানা জায়, উপজেলা ভাটেরা বাজারসংলগ্ন সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী পারাবত ট্রেনটি আসতে দেখে মাইক্রোবাসের সামনে বসে থাকা যাত্রীসহ গাড়িচালক দ্রুত নেমে পড়লেও পেছনে বসা কেউই নামতে পারেননি।

এ সময় ট্রেনটি রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং চারজন যাত্রী গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অপরজনকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত