অবশেষে পদত্যাগ করলেন সিকৃবি ভিসি জামাল উদ্দিন

সিলেট প্রতিনিধি
Thumbnail image

অবশেষে পদত্যাগ করলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো চিঠিতে ব্যক্তগত কারণ দেখিয়ে অব্যাহতি চান তিনি। অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির নানা অভিযোগে গত ৫ আগস্ট থেকে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। 

বুধবার ২১ আগস্ট শিক্ষাসচিবকে পাঠানো পত্রে তিনি উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২১ নভেম্বর ২০২২ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত কারণে ভাইস-চ্যান্সেলর পদ হতে অব্যাহতি চাচ্ছি।  

এ বিষয়ে আজ বৃহস্পতিবার অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা আজকের পত্রিকাকে বলেন, ‘আমি কাল পদত্যাগপত্র জমা দিয়েছি।’

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রোষানল থেকে বাঁচতে ভিসি জামাল রাতের আঁধারে ক্যাম্পাস থেকে পালিয়ে যান। তাঁর অনুপস্থিতিতে গতকাল ২১ আগস্ট বিকেলে অনুষ্ঠিত ডিন কাউন্সিলের সভার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যানিমেল  ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত