সুনামগঞ্জে সুরমার পানি বাড়ছে, বন্যার আশঙ্কা করছে পাউবো

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১২: ২৫
Thumbnail image

ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নদী-তীরবর্তী সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। দুর্ভোগে আছেন চার উপজেলার বাসিন্দারা। 

সুরমা নদীর ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ১৬ সেমি ও ছাতক পয়েন্টে ১৩৩ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা। 

নদীর পানি বাড়ার কারণে সুনামগঞ্জ পৌর এলাকার লঞ্চঘাট, বড়পাড়া, ইব্রাহিমপুর এসব এলাকায় নতুন করে পানি প্রবেশ করতে শুরু করেছে। ফলে দুর্ভোগে পড়েছেন শহরের বাসিন্দারা। দেশে টানা বৃষ্টির সঙ্গে ভারতের চেরাপুঞ্জিতে অব্যাহত বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পাউবো। ঢলের পানি সুরমা, জাদুকাটা ও সীমান্ত নদী দিয়ে এসে নিম্নাঞ্চলে প্রবেশ করতে শুরু করেছে।

সুনামগঞ্জ পৌর এলাকার হাছননগর, সুলতানপুর আবাসিক এলাকার অন্তত ৫০টি পরিবার আশ্রয় নিয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজে। বন্যাকবলিতদের জন্য ইতিমধ্যে প্রতি উপজেলা বিদ্যালয় খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত