নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট কেন্দ্রীয় কারাগারে দুই বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত সহকারী প্রধান রক্ষী ও দুজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।
আজ সোমবার বেলা ১টার দিকে সিলেট শহরতলীর বাদাঘাট এলাকার কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।
নিহত ওই কয়েদির নাম মো. ইউনুস আলী (২২)। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. ছগির মিয়া।
তিনি বলেন, ‘একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত মো. ইউনুস আলী প্রায় ছয় মাস ধরে কারাগারে ছিলেন। তিনি ‘‘সিজোফ্রেনিয়া’’ রোগে আক্রান্ত। সোমবার কারাগারের অভ্যন্তরের একটি ওয়ার্ডে ইউনুস আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।’
কারা পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিকভাবে নিহত ব্যক্তি নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় কারাগারে দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত সহকারী প্রধান রক্ষী ও দুজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আগামীকাল মঙ্গলবার নিহতের মরদেহ ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে নিহতের স্ত্রী হারিসা বেগম আজকের পত্রিকাকে জানান, সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১টার দিকে তাঁর স্বামীর নিহতের খবর পেয়ে চাচাসহ কারাগারে গেছেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারে দুই বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত সহকারী প্রধান রক্ষী ও দুজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।
আজ সোমবার বেলা ১টার দিকে সিলেট শহরতলীর বাদাঘাট এলাকার কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে।
নিহত ওই কয়েদির নাম মো. ইউনুস আলী (২২)। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. ছগির মিয়া।
তিনি বলেন, ‘একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত মো. ইউনুস আলী প্রায় ছয় মাস ধরে কারাগারে ছিলেন। তিনি ‘‘সিজোফ্রেনিয়া’’ রোগে আক্রান্ত। সোমবার কারাগারের অভ্যন্তরের একটি ওয়ার্ডে ইউনুস আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।’
কারা পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিকভাবে নিহত ব্যক্তি নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় কারাগারে দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত সহকারী প্রধান রক্ষী ও দুজন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আগামীকাল মঙ্গলবার নিহতের মরদেহ ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে নিহতের স্ত্রী হারিসা বেগম আজকের পত্রিকাকে জানান, সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১টার দিকে তাঁর স্বামীর নিহতের খবর পেয়ে চাচাসহ কারাগারে গেছেন।
কক্সবাজারের টেকনাফে অটোরিকশা থামিয়ে দুই ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তিদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
৩ মিনিট আগেভাঙচুরের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ। আজ সোমবার কলেজের ফাদার ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৭ মিনিট আগেনরসিংদীর পলাশ উপজেলায় ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কামতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেচলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আজ রাত ১০টায় আহ্বান করা বৈঠকে যাচ্ছে না কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।
২৭ মিনিট আগে