Ajker Patrika

মদ তৈরি ও বিক্রি করবে না, রবিদাস পরিবারের প্রতিশ্রুতি নিল পুলিশ

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
মদ তৈরি ও বিক্রি করবে না, রবিদাস পরিবারের প্রতিশ্রুতি নিল পুলিশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামে ২০ / ৩০টি রবিদাস পরিবারের বাস। তাঁদের অন্যতম পেশা চোলাই মদ তৈরি। বাড়িতে নারীরা চোলাই মদ তৈরি করেন। আর পুরুষেরা বাজারে যখন যে কাজ পান করেন। এ দিয়েই তাঁদের সংসার কোনো রকমে চলে। করোনার মধ্যে ঘরের বাইরের কাজ প্রায় বন্ধ।

এর মধ্যে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দেশীয় চোলাই মদ উৎপাদনকারী এই রবিদাস পরিবারের সঙ্গে সচেতনতামূলক সভা করেছে পুলিশ। 

আজ শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট পুলিশ ফাঁড়িতে এ সভার আয়োজন করেন বিট পুলিশ কর্মকর্তা ও ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ জয়নাল আবেদীন। 

কামরাবন্দ গ্রামের কয়েকটি রবি দাস পরিবারের নারী ও পুরুষ সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। এ সময় মাদকের ভয়াবহতা সম্পর্কে তাঁদের অবহিত করে পুলিশ। সভায় তাঁরা অঙ্গীকার করেন, এখন থেকে আর মদ তৈরি ও বিক্রি করবেন না। বিকল্প জীবিকার জন্য এই পরিবারগুলোকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সহায়তা করারও আশ্বাস দেয় পুলিশ।

দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রি না করতে রবিদাস পরিবারের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। সবাইকে নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতন হতে হবে। আপনি দেশকে বাঁচান এবং পরিবারকে মাদক মুক্ত রাখুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত