সিলেটে আদালত চত্বরে সাবেক কাউন্সিলরকে কিল-ঘুষি

সিলেট প্রতিনিধি
Thumbnail image
সিলেটে আদালত প্রাঙ্গণে আজ রোববার সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েককে আনা হয়। ছবি: আজকের পত্রিকা

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) সদ্য সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক আদালত প্রাঙ্গণে জনরোষের শিকার হয়েছেন। তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তিনি সিসিক ৩ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর।

গতকাল শনিবার ঢাকায় গ্রেপ্তারের পর আজ রোববার লায়েককে সিলেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতে ওঠার সময় উপস্থিত লোকজন তাঁকে দালাল ও দখলবাজ আখ্যা দিয়ে হেনস্তা করেন।

আজ দুপুরে সিলেট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে আবেদনের শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে জানান আদালত।

আদালত প্রাঙ্গণে আবুল কালাম আজাদ লাঞ্ছিত করা হয়। ছবি: আজকের পত্রিকা
আদালত প্রাঙ্গণে আবুল কালাম আজাদ লাঞ্ছিত করা হয়। ছবি: আজকের পত্রিকা

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. উবায়দুল্লাহ জানান, লায়েকের বিরুদ্ধে হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে। তিনি অসুস্থ অবস্থায় আদালতে উপস্থিত হন। তাঁকে আদালতে তোলার জন্য নিয়ে এলে তিনি জনরোষে পড়েন। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় বিক্ষুব্ধরা তাঁকে পেছন থেকে অতর্কিতভাবে হেনস্তা করেন।  

আদালত প্রাঙ্গণে আবুল কালাম আজাদ লাঞ্ছিত করা হয়। ছবি: আজকের পত্রিকা
আদালত প্রাঙ্গণে আবুল কালাম আজাদ লাঞ্ছিত করা হয়। ছবি: আজকের পত্রিকা

গতকাল শনিবার রাজধানী থেকে লায়েককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে সড়ক পথে সিলেটে আনা হয়। দীর্ঘ যাত্রায় অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা ৭টার দিকে তাঁকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর পর কোতোয়ালি মডেল থানায় নেওয়া হয়।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক জানান, তাকে গ্রেপ্তারের পর সব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত