সিলেট প্রতিনিধি
টিপকাণ্ড নিয়ে সারা দেশে তোলপাড়ের রেশ কাটার আগেই সিলেটে টিপকাণ্ড নিয়ে প্রতিবাদকারী পুরুষদের নিয়ে আপত্তিকর সমালোচনা ও নারীর পোশাক নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন এক পুলিশ কর্মকর্তা। এ জন্য লিয়াকত আলী নামের ওই পুলিশ পরিদর্শককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার টিপকাণ্ড ও এর প্রতিবাদে সরব পুরুষদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। এরপর সিলেটের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠলে লিয়াকত আলী সেটি ডিলিট করে দেন। কিন্তু এর আগেই তাঁর স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। পরে সোমবার রাতেই লিয়াকত আলীকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
প্রত্যাহার হওয়া লিয়াকত আলী সিলেট জেলা কোর্ট পুলিশের পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া বিষয়টি তদন্তে তিন সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
টিপকাণ্ড নিয়ে সারা দেশে তোলপাড়ের রেশ কাটার আগেই সিলেটে টিপকাণ্ড নিয়ে প্রতিবাদকারী পুরুষদের নিয়ে আপত্তিকর সমালোচনা ও নারীর পোশাক নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন এক পুলিশ কর্মকর্তা। এ জন্য লিয়াকত আলী নামের ওই পুলিশ পরিদর্শককে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে ওই কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার টিপকাণ্ড ও এর প্রতিবাদে সরব পুরুষদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন পুলিশ পরিদর্শক লিয়াকত আলী। এরপর সিলেটের সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠলে লিয়াকত আলী সেটি ডিলিট করে দেন। কিন্তু এর আগেই তাঁর স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। পরে সোমবার রাতেই লিয়াকত আলীকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
প্রত্যাহার হওয়া লিয়াকত আলী সিলেট জেলা কোর্ট পুলিশের পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া বিষয়টি তদন্তে তিন সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ডে মহাসড়কের একাংশে বসানো হয়েছে অবৈধ অটোরিকশার স্ট্যান্ড ও বাজার। ভিআইপি চলাচলের সময় এসব উচ্ছেদ করা হলেও পরক্ষণেই তা আবার বসে যাচ্ছে। এ কারণে চার লেনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিণত হয়েছে দুই লেনে। ফলে যানজটে দুর্ভোগ চরমে পৌঁছেছে।
৩ ঘণ্টা আগেডিবি ও এনএসআই পরিচয়ে চট্টগ্রাম নগরীতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে আজ সোমবার নগরীর লালদীঘি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
৭ ঘণ্টা আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগেগাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে নূর মোহাম্মদ নয়ন নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১ লাখ টাকা জরিমানা করা হয়।
৭ ঘণ্টা আগে