সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ২৯ মে ২০২৩, ১৬: ৫২
Thumbnail image

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন সিলেট মহানগরের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু। গতকাল রোববার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় তিনি হামলার শিকার হন। 

ছুরিকাঘাতে পাপ্পু আহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট নগরীর আম্বরখানা পুলিশ ফাড়ি ইনচার্জ মফিজুর রহমান। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।’ 

স্থানীয় লোকজন জানান, গতকাল রাত ১১টার দিকে নগরীর শাহী ইদগাহ আল্লাহু পয়েন্টের সামনে দাঁড়িয়ে ছিলেন আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পু। এ সময় হঠাৎ চার-পাঁচজন যুবক অতর্কিত হামলা চালায় তাঁর ওপর। পাপ্পুর পেটে ও ঊরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। 

স্থানীয় লোকজন পাপ্পুকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি পেটে ও ঊরুতে ছুরির গুরুতর আঘাত পেয়েছেন। 

এ দিকে পাপ্পুকে দেখতে গতকাল মধ্যরাতে হাসপাতালে যান সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি পাপ্পুর চিকিৎসার খোঁজখবর নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত