নিজস্ব প্রতিবেদক, সিলেট
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পবিত্র রমজান মাসে ভোক্তাসাধারণকে স্বস্তি দিতে সিলেটে চালু হয়েছে ‘রমজান বাজার’। আজ মঙ্গলবার বেলা ২টায় নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে বিশেষ এই বাজারের উদ্বোধন করা হয়।
রমজানে ভোক্তাসাধারণের সুবিধার্থে এ কর্মসূচির উদ্যোগ নিয়েছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সহযোগিতায় রয়েছে জেলা ও পুলিশ প্রশাসন এবং সিলেট সিটি করপোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘পবিত্র রমজান মাসে ভোক্তাসাধারণের সুবিধার কথা চিন্তা করে আমরা যৌথভাবে ‘রমজান বাজার’ চালু করেছি। এই বিক্রয়কেন্দ্র থেকে সারা রমজানব্যাপী ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ করা হবে। এতে নগরবাসীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।’
সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, প্রতি বছর রমজান মাস আসলেই কিছু অসাধু ব্যক্তি সিন্ডিকেট সৃষ্টির মাধ্যমে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধির পাঁয়তারা করে থাকে। এ ছাড়া ভেজাল পণ্য মজুত ও ভোক্তাদের কাছে বিক্রয়ের অভিযোগ প্রায়ই পাওয়া যায়। এ বিষয়টি চিন্তা করে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে সিলেট চেম্বার অব কমার্স এ উদ্যোগ গ্রহণ করেছে।’
সিলেট চেম্বারের এ উদ্যোগে সার্বিক সহযোগিতার জন্য সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ। তিনি দেশের সব জেলায় ব্যবসায়ী সংগঠনগুলোকে এ রকম উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. এমদাদ হোসেন, সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক মুজিবুর রহমান মিন্টু, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, সারোয়ার হোসেন ছেদু, শান্ত দেব, মো. রিমাদ আহমদ রুবেল, মো. মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক, সাবেক পরিচালক মো. আব্দুর রহমান (জামিল), সচিব মো. গোলাম আক্তার ফারুক, উপসচিব সানু উদ্দিন রুবেল, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিসবাউর রহমান ও সাংবাদিকেরা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পবিত্র রমজান মাসে ভোক্তাসাধারণকে স্বস্তি দিতে সিলেটে চালু হয়েছে ‘রমজান বাজার’। আজ মঙ্গলবার বেলা ২টায় নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে বিশেষ এই বাজারের উদ্বোধন করা হয়।
রমজানে ভোক্তাসাধারণের সুবিধার্থে এ কর্মসূচির উদ্যোগ নিয়েছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। সহযোগিতায় রয়েছে জেলা ও পুলিশ প্রশাসন এবং সিলেট সিটি করপোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘পবিত্র রমজান মাসে ভোক্তাসাধারণের সুবিধার কথা চিন্তা করে আমরা যৌথভাবে ‘রমজান বাজার’ চালু করেছি। এই বিক্রয়কেন্দ্র থেকে সারা রমজানব্যাপী ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ করা হবে। এতে নগরবাসীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।’
সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, প্রতি বছর রমজান মাস আসলেই কিছু অসাধু ব্যক্তি সিন্ডিকেট সৃষ্টির মাধ্যমে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বৃদ্ধির পাঁয়তারা করে থাকে। এ ছাড়া ভেজাল পণ্য মজুত ও ভোক্তাদের কাছে বিক্রয়ের অভিযোগ প্রায়ই পাওয়া যায়। এ বিষয়টি চিন্তা করে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে সিলেট চেম্বার অব কমার্স এ উদ্যোগ গ্রহণ করেছে।’
সিলেট চেম্বারের এ উদ্যোগে সার্বিক সহযোগিতার জন্য সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আলিয়া মাদ্রাসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ। তিনি দেশের সব জেলায় ব্যবসায়ী সংগঠনগুলোকে এ রকম উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. এমদাদ হোসেন, সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক মুজিবুর রহমান মিন্টু, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, সারোয়ার হোসেন ছেদু, শান্ত দেব, মো. রিমাদ আহমদ রুবেল, মো. মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক, সাবেক পরিচালক মো. আব্দুর রহমান (জামিল), সচিব মো. গোলাম আক্তার ফারুক, উপসচিব সানু উদ্দিন রুবেল, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মিসবাউর রহমান ও সাংবাদিকেরা।
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
১৭ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৩ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
৩ ঘণ্টা আগে