কুষ্টিয়ায় বাউলদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে গান মিছিল

নিজস্ব প্রতিবেদক, সিলেট
Thumbnail image

কুষ্টিয়ায় সাধুসঙ্গে বাউলদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে গান মিছিল করে প্রতিবাদ জানায় ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন’ নামের একটি নাগরিক প্ল্যাটফর্ম। আজ মঙ্গলবার বিকেলে নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার এলাকা ঘুরে আবার চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিলে বাউল গান গেয়েই বাউলদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।

মিছিলের শুরুতে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদুর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম। 

 এ সময় আরও বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের সদস্য সংগঠক এনামুল মুনির প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত