সিলেটে ভারতীয় রয়েল এনফিল্ডসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১৭: ৩২
সিলেটে ভারতীয় রয়েল এনফিল্ডসহ কোটি টাকার চোরাই পণ্য জব্দ। ছবি: আজকের পত্রিকা

সিলেটে ভারতীয় রয়েল এনফিল্ডসহ প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ও গতকাল বুধবার জেলার জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ও গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২ হাজার কেজি ভারতীয় চিনির গুঁড়া, ৩ হাজার ৫৮০ কেজি চিনি, ১০০ কেজি নিম্নমানের তাল মিছরি, একটি ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, ১৬০টি ইয়াবা ট্যাবলেট, ৭২ টি কাতান শাড়ি, ৯ টি কম্বল এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি টাটা ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৩ লাখ ২৯ হাজার টাকা।

এ ছাড়া গত ১-৩ ডিসেম্বর জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ছয় হাজার ৩০০ কেজি ভারতীয় চিনি, ৫৪ টি শাড়ি, ১২ টি কম্বল, ৯ টি মহিষ, ৫০৬টি কাশ্মীরি রুমাল, ১৬০ কেজি নিম্নমানের চা-পাতা, একটি পালসার মোটরসাইকেল এবং একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৯৮ হাজার ২০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা। এসব মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ লাখ ডলার পাচারের তথ্য না দিয়ে জরিমানা গুনল ব্র্যাক ব্যাংক

চীনের পর এবার ব্রহ্মপুত্রে বাঁধ দিতে চায় ভারতও, সংকটে পড়বে ভাটির বাস্তুতন্ত্র

‘৫৪ বছর আগের একটি সংবিধান আমাদের ভাবনাকে থামিয়ে দিবে—এটা মানতে রাজি না’

নিষিদ্ধ না হলে আ.লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই: সিইসি

জানি না ৩১ ডিসেম্বর ছাত্ররা কী ঘোষণা দেবে: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত