নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রায় বছরখানেক ধরে সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে চোরাইপথে অবাধে প্রবেশ করছে ভারতীয় চিনি। চোরাকারবারিদের কাছ থেকে এসব চিনি ছিনতাইয়ে উঠে আসছে ছাত্রলীগের নেতা–কর্মীদের নাম। সিলেটের জকিগঞ্জে ভারতীয় চোরাই চিনি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদসহ ৯ নেতা–কর্মীর বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ বাজার এলাকায় চোরাই চিনি ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। তবে বিষয়টি গতকাল শুক্রবার রাতে জানাজানি হয়। চিনি ছিনতাই কাণ্ডে ছাত্রলীগের নাম ওঠা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা।
এর আগে গতকাল শুক্রবার চিনি ছিনতাই কাণ্ডে জড়িত থাকায় বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ ঘটনায় মামলাও হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেট সদরে চিনি ছিনতাইকালে ৫ ছাত্রলীগকর্মী পুলিশের হাতে গ্রেপ্তার হন।
কালিগঞ্জ এলাকায় চিনি ছিনতাইয়ের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। আজকের পত্রিকার কাছে আসা ৪ মিনিট এক সেকেন্ডের ওই ফুটেজে দেখা যায়—চিনি বোঝাই টমটম থেকে কয়েকজন মিলে চিনি ছিনতাই করছেন এবং চোরাকারবারিদের সঙ্গে ঘটনাটি নিয়ে হাতাহাতি হচ্ছে। তবে চিনি ছিনতাইয়ের ঘটনাটি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ।
নাম প্রকাশ না করার শর্তে কালিগঞ্জ এলাকার একজন জনপ্রতিনিধি বলেন, কানাইঘাটের চোরাকারবারি আব্দুর রহিম ও ময়নুল হক বৃহস্পতিবার বিকেলে চারটি টমটম দিয়ে ভারতীয় চোরাই ৪০ বস্তা চিনি কালিগঞ্জ বাজারে বিক্রির জন্য নিয়ে আসার পথে উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ, সহসভাপতি জয়নন্দ অর্ণব, সহসভাপতি দুলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, মানিকপুর ইউপি ছাত্রলীগ নেতা রুহেল আহমদ খাঁন, ছাত্রলীগ কর্মী তানভীর আহমদ, ছাত্রলীগ কর্মী জয়নাল আবেদিন, ছাত্রলীগ কর্মী শিপন আহমদ, ছাত্রলীগ কর্মী মামন আহমদসহ ছাত্রলীগ সভাপতির অনুসারী কয়েকজন কর্মী কালিগঞ্জ বাজার এলাকা থেকে চোরাই চিনি বোঝাই চারটি টমটম আটকিয়ে চিনি ছিনতাই করে নিয়ে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে মানিকপুর ইউনিয়ন পরিষদে একটি সালিস বৈঠক ডাকা হয়। কিন্তু বৈঠকে ছাত্রলীগ নেতারা উপস্থিত হয়ে সালিস না মেনে উল্টো হুমকি ধামকি দিয়ে চলে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রায়হান বলেন, ‘উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ ও সহসভাপতি জয়নন্দ অর্ণব চিনি ছিনতাই করে নিয়েছেন স্বীকার করলেও সালিস না মেনে উল্টো তাদের পারলে কেউ কিছু করার কথা বলে চলে যায়। বিষয়টি জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে জানানা হয়েছে।’
চোরাই চিনি আনা কানাইঘাটের আব্দুর রহিম জানান, ‘উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ চৌধুরীর নেতৃত্বে ৪০ বস্তা চিনি ছিনতাই করা হয়েছে। এ সময় মারধরে ঘটনা ঘটে। তবে এখন উপজেলা চেয়ারম্যান শনিবার সন্ধ্যার মধ্যে বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন। আর ছিনতাই হওয়া চিনির বস্তাগুলো শনিবার সন্ধ্যার মধ্যে ফেরত দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ। রাতে কালিগঞ্জ বাজারে গিয়ে তাঁরা সুলতান আহমদের কাছ থেকে ফেরত আনবেন।’
অভিযোগ অস্বীকার করে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান আহমদ আজকের পত্রিকাকে বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তিনি চিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত নন। ইউপি চেয়ারম্যান তাঁকে ডেকেছিলেন। তিনি চেয়ারম্যানকে বলেছেন, তাঁর সংগঠনের কেউ জড়িত থাকলে তিনি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। হুমকি-ধমকির কোনো ঘটনা ঘটেনি।
সমাধান করে দেওয়ার বিষয়টি স্বীকার করে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, চিনি ছিনতাইয়ের ঘটনাটি তিনিও শুনেছেন। ছাত্রলীগের কেউ পদপদবি নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। চোরাকারবার যারা করে তাঁরাও সমাজের শত্রু। কাউকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, এ রকম একটি খবর তাঁরাও শুনেছেন। তবে এ ঘটনায় পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। এরপরও তাঁরা যাচাই-বাঁচাই করে দেখছেন।
ঘটনাটি শুনেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজও। তিনি আজকের পত্রিকাকে বলেন, খোঁজখবর নিচ্ছেন, এখনো ছাত্রলীগের সংশ্লিষ্টতার কোনো তথ্যপ্রমাণ পাননি।
তিনি বলেন, ‘দুঃখজনক হলেও বেশির ভাগ ক্ষেত্রে নিজ দলের লোকজন একে অপরের প্রতি ক্ষোভ থেকে নাম জড়িয়ে দেয়। আমরা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’
এদিকে গত প্রায় দুই সপ্তাহ আগেও উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদসহ তাঁর অনুসারী নেতা–কর্মীদের বিরুদ্ধে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের লামারগ্রামে একটি টমটম থেকে চিনি ভারতীয় চিনি ছিনতাইয়ের অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থলে থানা–পুলিশের এএসআই মশিউর রহমান উপস্থিত হলে ঘটনাটি সুরাহা হয়।
প্রায় বছরখানেক ধরে সিলেট-সুনামগঞ্জ সীমান্ত দিয়ে চোরাইপথে অবাধে প্রবেশ করছে ভারতীয় চিনি। চোরাকারবারিদের কাছ থেকে এসব চিনি ছিনতাইয়ে উঠে আসছে ছাত্রলীগের নেতা–কর্মীদের নাম। সিলেটের জকিগঞ্জে ভারতীয় চোরাই চিনি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদসহ ৯ নেতা–কর্মীর বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ বাজার এলাকায় চোরাই চিনি ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। তবে বিষয়টি গতকাল শুক্রবার রাতে জানাজানি হয়। চিনি ছিনতাই কাণ্ডে ছাত্রলীগের নাম ওঠা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা।
এর আগে গতকাল শুক্রবার চিনি ছিনতাই কাণ্ডে জড়িত থাকায় বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ ঘটনায় মামলাও হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সিলেট সদরে চিনি ছিনতাইকালে ৫ ছাত্রলীগকর্মী পুলিশের হাতে গ্রেপ্তার হন।
কালিগঞ্জ এলাকায় চিনি ছিনতাইয়ের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। আজকের পত্রিকার কাছে আসা ৪ মিনিট এক সেকেন্ডের ওই ফুটেজে দেখা যায়—চিনি বোঝাই টমটম থেকে কয়েকজন মিলে চিনি ছিনতাই করছেন এবং চোরাকারবারিদের সঙ্গে ঘটনাটি নিয়ে হাতাহাতি হচ্ছে। তবে চিনি ছিনতাইয়ের ঘটনাটি অস্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ।
নাম প্রকাশ না করার শর্তে কালিগঞ্জ এলাকার একজন জনপ্রতিনিধি বলেন, কানাইঘাটের চোরাকারবারি আব্দুর রহিম ও ময়নুল হক বৃহস্পতিবার বিকেলে চারটি টমটম দিয়ে ভারতীয় চোরাই ৪০ বস্তা চিনি কালিগঞ্জ বাজারে বিক্রির জন্য নিয়ে আসার পথে উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ, সহসভাপতি জয়নন্দ অর্ণব, সহসভাপতি দুলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, মানিকপুর ইউপি ছাত্রলীগ নেতা রুহেল আহমদ খাঁন, ছাত্রলীগ কর্মী তানভীর আহমদ, ছাত্রলীগ কর্মী জয়নাল আবেদিন, ছাত্রলীগ কর্মী শিপন আহমদ, ছাত্রলীগ কর্মী মামন আহমদসহ ছাত্রলীগ সভাপতির অনুসারী কয়েকজন কর্মী কালিগঞ্জ বাজার এলাকা থেকে চোরাই চিনি বোঝাই চারটি টমটম আটকিয়ে চিনি ছিনতাই করে নিয়ে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে মানিকপুর ইউনিয়ন পরিষদে একটি সালিস বৈঠক ডাকা হয়। কিন্তু বৈঠকে ছাত্রলীগ নেতারা উপস্থিত হয়ে সালিস না মেনে উল্টো হুমকি ধামকি দিয়ে চলে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রায়হান বলেন, ‘উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ ও সহসভাপতি জয়নন্দ অর্ণব চিনি ছিনতাই করে নিয়েছেন স্বীকার করলেও সালিস না মেনে উল্টো তাদের পারলে কেউ কিছু করার কথা বলে চলে যায়। বিষয়টি জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে জানানা হয়েছে।’
চোরাই চিনি আনা কানাইঘাটের আব্দুর রহিম জানান, ‘উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ চৌধুরীর নেতৃত্বে ৪০ বস্তা চিনি ছিনতাই করা হয়েছে। এ সময় মারধরে ঘটনা ঘটে। তবে এখন উপজেলা চেয়ারম্যান শনিবার সন্ধ্যার মধ্যে বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন। আর ছিনতাই হওয়া চিনির বস্তাগুলো শনিবার সন্ধ্যার মধ্যে ফেরত দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ। রাতে কালিগঞ্জ বাজারে গিয়ে তাঁরা সুলতান আহমদের কাছ থেকে ফেরত আনবেন।’
অভিযোগ অস্বীকার করে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান আহমদ আজকের পত্রিকাকে বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তিনি চিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত নন। ইউপি চেয়ারম্যান তাঁকে ডেকেছিলেন। তিনি চেয়ারম্যানকে বলেছেন, তাঁর সংগঠনের কেউ জড়িত থাকলে তিনি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। হুমকি-ধমকির কোনো ঘটনা ঘটেনি।
সমাধান করে দেওয়ার বিষয়টি স্বীকার করে জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, চিনি ছিনতাইয়ের ঘটনাটি তিনিও শুনেছেন। ছাত্রলীগের কেউ পদপদবি নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। চোরাকারবার যারা করে তাঁরাও সমাজের শত্রু। কাউকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, এ রকম একটি খবর তাঁরাও শুনেছেন। তবে এ ঘটনায় পুলিশের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। এরপরও তাঁরা যাচাই-বাঁচাই করে দেখছেন।
ঘটনাটি শুনেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজও। তিনি আজকের পত্রিকাকে বলেন, খোঁজখবর নিচ্ছেন, এখনো ছাত্রলীগের সংশ্লিষ্টতার কোনো তথ্যপ্রমাণ পাননি।
তিনি বলেন, ‘দুঃখজনক হলেও বেশির ভাগ ক্ষেত্রে নিজ দলের লোকজন একে অপরের প্রতি ক্ষোভ থেকে নাম জড়িয়ে দেয়। আমরা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।’
এদিকে গত প্রায় দুই সপ্তাহ আগেও উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদসহ তাঁর অনুসারী নেতা–কর্মীদের বিরুদ্ধে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের লামারগ্রামে একটি টমটম থেকে চিনি ভারতীয় চিনি ছিনতাইয়ের অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থলে থানা–পুলিশের এএসআই মশিউর রহমান উপস্থিত হলে ঘটনাটি সুরাহা হয়।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৭ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৮ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৯ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
৯ ঘণ্টা আগে