নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে।
সিলেট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সোমবার সকাল ৯টার দিকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই। তবে এখনো আমাদের দুটি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
এদিকে দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদের আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডে সিলেটের অনেক জায়গা বিদ্যুৎবিচ্ছিন্ন। আগুনের কারণে হওয়া ক্ষতি সারিয়ে সঞ্চালন স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে।
বিউবো সিলেটের প্রধান প্রকৌশলীর দপ্তরের সহকারী প্রকৌশলী তানজিদ রহমান বলেন, ‘ঘটনার পর থেকে দু-একটা এলাকা ছাড়া পুরো সিলেট ঘণ্টা দেড়েক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। এখন অধিকাংশ এলাকায় বিদ্যুৎ লাইন চালু করা হয়েছে। অগ্নিকাণ্ডে আম্বরখানা-১ ও ২ ফিডার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি ফিডারের অধীন ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। এগুলো মেরামত করতে সময় লাগবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক সহকারী প্রকৌশলী বলেন, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভান।
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার সকাল ৯টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রচেষ্টায় এক ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আসে।
সিলেট জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সোমবার সকাল ৯টার দিকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা নেই। তবে এখনো আমাদের দুটি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’
এদিকে দুপুর ১২টার দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবদুল কাদের আজকের পত্রিকাকে বলেন, অগ্নিকাণ্ডে সিলেটের অনেক জায়গা বিদ্যুৎবিচ্ছিন্ন। আগুনের কারণে হওয়া ক্ষতি সারিয়ে সঞ্চালন স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে।
বিউবো সিলেটের প্রধান প্রকৌশলীর দপ্তরের সহকারী প্রকৌশলী তানজিদ রহমান বলেন, ‘ঘটনার পর থেকে দু-একটা এলাকা ছাড়া পুরো সিলেট ঘণ্টা দেড়েক বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। এখন অধিকাংশ এলাকায় বিদ্যুৎ লাইন চালু করা হয়েছে। অগ্নিকাণ্ডে আম্বরখানা-১ ও ২ ফিডার ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি ফিডারের অধীন ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। এগুলো মেরামত করতে সময় লাগবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের এক সহকারী প্রকৌশলী বলেন, সকাল সোয়া ৯টার দিকে কুমারগাঁও ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভান।
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
১১ মিনিট আগেভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
২৪ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
৩০ মিনিট আগেকালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
১ ঘণ্টা আগে