কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার জেলার জুড়ীতে ঈদুল হাসান আরমান (২৫) নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে গরেরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের খবর পেয়ে জুড়ী থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। জুড়ী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আরমান উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের প্রবাসী সুমন আহমেদের ছেলে। আটক ব্যক্তিরা হলেন, গরেরগাঁও গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইয়াজ মিয়া (৫০), তার দুই ছেলে তানভীর আহমেদ (২৫), তুহিন আহমেদ (১৮) এবং মৃত চেরাগ আলীর ছেলে তাজ উদ্দিন (৫৫)।
পরিবার সূত্রে পুলিশ জানায়, আরমান ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশী তানভীর আহমদ পাওনা টাকার জন্য ঘরের সামনে এসে তাঁকে ডাকাডাকি করতে থাকেন। আরমান তখন ঘুম থেকে উঠে ঘরে থেকে বের হন। কোনো কিছু বুঝে ওঠার আগে তানভীর ধারালো ছুরি দিয়ে আরমানের ঘাড়ের ডান পাশে ও বুকে আঘাত করেন। আরমানের খালু রফিক মিয়া কাজ শেষে বাড়ি ফিরার সময় ঘটনাটি দেখে বাধা দিতে গেলে তানভীর তাঁকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। পরে ছুরিকাহত রফিক মিয়াকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
নিহত আরমানের মা রহিমা আক্তার রাতেই ইয়াজ মিয়া, তানভীর আহমেদ, তুহিন আহমেদ, তাজ উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে মামলা করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের ফাঁসি চাই। আর কিছু বলার নাই আমার।’
জুড়ী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘আমরা গভীর রাতে খুনের বিষয়টি জেনে ঘটনাস্থলে যাই। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। নিহত আরমানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরমানের গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে ও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মৌলভীবাজার জেলার জুড়ীতে ঈদুল হাসান আরমান (২৫) নামে এক যুবককে ঘর থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে গরেরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের খবর পেয়ে জুড়ী থানা-পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। জুড়ী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আরমান উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের প্রবাসী সুমন আহমেদের ছেলে। আটক ব্যক্তিরা হলেন, গরেরগাঁও গ্রামের মৃত চান মিয়ার ছেলে ইয়াজ মিয়া (৫০), তার দুই ছেলে তানভীর আহমেদ (২৫), তুহিন আহমেদ (১৮) এবং মৃত চেরাগ আলীর ছেলে তাজ উদ্দিন (৫৫)।
পরিবার সূত্রে পুলিশ জানায়, আরমান ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশী তানভীর আহমদ পাওনা টাকার জন্য ঘরের সামনে এসে তাঁকে ডাকাডাকি করতে থাকেন। আরমান তখন ঘুম থেকে উঠে ঘরে থেকে বের হন। কোনো কিছু বুঝে ওঠার আগে তানভীর ধারালো ছুরি দিয়ে আরমানের ঘাড়ের ডান পাশে ও বুকে আঘাত করেন। আরমানের খালু রফিক মিয়া কাজ শেষে বাড়ি ফিরার সময় ঘটনাটি দেখে বাধা দিতে গেলে তানভীর তাঁকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আরমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। পরে ছুরিকাহত রফিক মিয়াকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।
নিহত আরমানের মা রহিমা আক্তার রাতেই ইয়াজ মিয়া, তানভীর আহমেদ, তুহিন আহমেদ, তাজ উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে মামলা করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের ফাঁসি চাই। আর কিছু বলার নাই আমার।’
জুড়ী থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘আমরা গভীর রাতে খুনের বিষয়টি জেনে ঘটনাস্থলে যাই। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। নিহত আরমানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরমানের গলার নিচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে ও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান সিরাজ হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১ মিনিট আগেটাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় শাহ সুলতান ফাহাদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর ফকির মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে জিসান (১৯) নামের এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে হাইওয়ে পুলিশের...
২১ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে নেহাল খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাইপাস মহাসড়কের ধলাগাছ মতির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে