Ajker Patrika

আরও ঋণ নিতে চাইলে ৫ শতাংশ সুদে দিতে চায় বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ২১: ৪৪
আরও ঋণ নিতে চাইলে ৫ শতাংশ সুদে দিতে চায় বিশ্বব্যাংক

বাংলাদেশ ২ শতাংশ সুদে বিশ্বব্যাংক থেকে নমনীয় বা সহজ শর্তে ঋণ (কনসেশনাল) পেয়ে থাকে। তবে, বাংলাদেশ চাইলে কঠিন শর্তের ঋণ (নন–কনসেশনাল) দিতে আগ্রহী বিশ্বব্যাংক। আর এর জন্য ৫ শতাংশ সুদ চায় আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। এ সময় বাংলাদেশকে ৫ শতাংশ সুদে ঋণ নেওয়ার প্রস্তাব দেন বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর।

এ বিষয়ে সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের এখনো কনসেশনাল রেটে লোন দিচ্ছে। তারা বলেছে, তোমরা যদি চাও তাহলে নন–কনসেশনাল রেটে আরও ঋণ নিতে পারো। এর জন্য তারা ৫ শতাংশ চার্জ করবে। সেটা অনেক বেশি। আমরা তো প্রায় ২ শতাংশ দিয়ে পেয়ে থাকি। তবে গ্র্যাজুয়েশন (উন্নয়নশীল দেশে উন্নীত) হয়ে গেলে, সেটা তো আর পাওয়া যাবে না। সেটাও একটা বিষয়।’

ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) হলো কম সুদে নমনীয় শর্তে ঋণ প্রদান বিষয়ক বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান, যার সবচেয়ে বড় গ্রাহক বাংলাদেশ। আইডিএ ঋণের সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ এবং সুদহার ১ দশমিক ২৫ শতাংশ। দুটি মিলিয়ে ২ শতাংশ হয়। অ–উত্তোলিত অর্থায়ন স্থিতির ওপর বছরে শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি দিতে হয়। ঋণের গ্রেস পিরিয়ড বা কিস্তি অব্যাহতি ৫ বছর। আর পরিশোধ করতে হবে ৩০ বছরে।

এ ছাড়াও আলোচনাকালে বৈশ্বিক কারণে সৃষ্ট রিজার্ভের সমস্যাটি সাময়িক এবং বাংলাদেশ তা কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ও ভুটানের দায়িত্বপ্রাপ্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক।

পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ও ইন্টারন্যাশনাল পার্টনারশিপ বিষয়ক ডিরেক্টর পিটারিস ইউএসটিউবসের সঙ্গে বৈঠক করেন সালমান এফ রহমান।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ওরা (ইইউ) রিনিউঅ্যাবল এনার্জির ওপর কাজ করতে চাচ্ছে। রিজিওনাল অর্থাৎ ভুটান, নেপাল, ভারত, বাংলাদেশ মিলে রিনিউঅ্যাবল এনার্জি নিয়ে শেয়ার করতে পারি। তাদের বক্তব্য হচ্ছে, এ বিষয়ে তাদের ভালো অভিজ্ঞতা আছে। তাদের কাছে নলেজ আছে, সেটা আমরা চাইলে কাজে লাগাতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত