নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় জলবায়ু শীর্ষ সম্মেলন ‘কপ-২৬’ এ অংশ নিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফরসঙ্গী হিসেবে দুই সপ্তাহের সফরে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের বাণিজ্য প্রতিনিধিদল।
আজ রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্লাসগোর উদ্দেশে রওনা দেন ব্যবসায়ী নেতারা। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
এফবিসিসিআই সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে অবস্থানকালে কাল সোমবার এবং মঙ্গলবার গ্লাসগোতে অনুষ্ঠেয় জাতিসংঘের ২৬ তম জলবায়ু শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেবেন এফবিসিসিআইয়ের বাণিজ্য প্রতিনিধি দলটি।
এরপর বুধবার লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন ব্যবসায়ী নেতারা। সফরকালে ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক এবং ফ্রেন্স বিজনেস কনফেডারেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, প্রতিনিধিদলটি বৃহস্পতিবার লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টার ব্রড স্যাংকচুয়ারিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্টস সামিট-২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক সম্মেলনেও অংশ নেবেন।
ওই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ‘জয়েন্ট স্টাডি ফর ইউকে অ্যান্ড বাংলাদেশ মার্কেটস টু ফস্টার দ্য বাইল্যাটেরাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক চুক্তিতে স্বাক্ষর করবে এফবিসিসিআই ও এইচএসবিসি।
ওই দিন বিকেলে লন্ডনের মে-ফেয়ারে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) সঙ্গেও বৈঠক করবে এফবিসিসিআইয়ের প্রতিনিধিদল। আর সন্ধ্যায় নবায়ন করা হবে ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) সঙ্গে সমঝোতা চুক্তি।
এরপর শুক্রবার সকালে লন্ডন চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) সঙ্গে বৈঠক হবে। ওইদিনই সন্ধ্যায় ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) আয়োজিত নেটওয়ার্কিং ডিনারে অংশ নেবেন প্রতিনিধিদলের সদস্যরা।
এছাড়া ৮ নভেম্বর সোমবার চেম্বার ওয়েলশ এবং ওয়েলশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। পরদিন ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে লন্ডন ছাড়বে প্রতিনিধিদলটি।
বুধবার ইউনেসকো বাংলাদেশের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেবে প্রতিনিধিদল। এ ছাড়া ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক এবং ফ্রেন্স বিজনেস কনফেডারেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে ব্যবসায়ী নেতাদের।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ২৯ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দলে রয়েছেন-এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, এমসিসিসিআইয়ের সভাপতি নিহাদ কবীর, এফবিসিসিআইয়ের পরিচালক মো. রেজাউল করিম রেজনু, সিআইপি, মো. সাইফুল ইসলাম, তাবারাকুল তোসাদ্দেক হোসাইন খান টিটু, ড. কাজী এরতেজা হাসান, শমী কায়সার, সৈয়দ সাদাত আলমাস কবীর, প্রীতি চক্রবর্তী, ড. নাদিয়া বিনতে আমিন, খান আহমেদ শুভ, ড. ফেরদৌসী বেগম, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা, খন্দকার মশিউজ্জামান (রোমেল), ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহব্বত উল্লাহ, সামিউল হক সাফা ও বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ।
এ ছাড়া বাণিজ্য প্রতিনিধি দলে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক জেসমিন আক্তার ও সাইফুল আলম, ব্রিটিশ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মো. মাহবুব উর রহমান, ইকোচেম বাংলাদেশ (প্রা.) লিমিটেডের পরিচালক মো. শহীদুল ইসলাম (নিরু), পিপলস এনার্জি লিমিটেডের পরিচালক সাজেদা জামান ও অর্চার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এজাজ মোহাম্মেদ রয়েছেন বলে জানা গেছে।
সবকিছু ঠিক থাকলে ১৩ নভেম্বর প্যারিস থেকে রওনা দিয়ে পরের দিন ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বাণিজ্য প্রতিনিধি দলের।
স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠেয় জলবায়ু শীর্ষ সম্মেলন ‘কপ-২৬’ এ অংশ নিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফরসঙ্গী হিসেবে দুই সপ্তাহের সফরে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছে দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের বাণিজ্য প্রতিনিধিদল।
আজ রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্লাসগোর উদ্দেশে রওনা দেন ব্যবসায়ী নেতারা। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
এফবিসিসিআই সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে অবস্থানকালে কাল সোমবার এবং মঙ্গলবার গ্লাসগোতে অনুষ্ঠেয় জাতিসংঘের ২৬ তম জলবায়ু শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেবেন এফবিসিসিআইয়ের বাণিজ্য প্রতিনিধি দলটি।
এরপর বুধবার লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন ব্যবসায়ী নেতারা। সফরকালে ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক এবং ফ্রেন্স বিজনেস কনফেডারেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, প্রতিনিধিদলটি বৃহস্পতিবার লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টার ব্রড স্যাংকচুয়ারিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্টস সামিট-২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক সম্মেলনেও অংশ নেবেন।
ওই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ‘জয়েন্ট স্টাডি ফর ইউকে অ্যান্ড বাংলাদেশ মার্কেটস টু ফস্টার দ্য বাইল্যাটেরাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক চুক্তিতে স্বাক্ষর করবে এফবিসিসিআই ও এইচএসবিসি।
ওই দিন বিকেলে লন্ডনের মে-ফেয়ারে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের (সিডব্লিউইআইসি) সঙ্গেও বৈঠক করবে এফবিসিসিআইয়ের প্রতিনিধিদল। আর সন্ধ্যায় নবায়ন করা হবে ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউকেবিসিসিআই) সঙ্গে সমঝোতা চুক্তি।
এরপর শুক্রবার সকালে লন্ডন চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) সঙ্গে বৈঠক হবে। ওইদিনই সন্ধ্যায় ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) আয়োজিত নেটওয়ার্কিং ডিনারে অংশ নেবেন প্রতিনিধিদলের সদস্যরা।
এছাড়া ৮ নভেম্বর সোমবার চেম্বার ওয়েলশ এবং ওয়েলশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। পরদিন ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে লন্ডন ছাড়বে প্রতিনিধিদলটি।
বুধবার ইউনেসকো বাংলাদেশের ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেবে প্রতিনিধিদল। এ ছাড়া ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক এবং ফ্রেন্স বিজনেস কনফেডারেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে ব্যবসায়ী নেতাদের।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ২৯ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দলে রয়েছেন-এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী, এমসিসিসিআইয়ের সভাপতি নিহাদ কবীর, এফবিসিসিআইয়ের পরিচালক মো. রেজাউল করিম রেজনু, সিআইপি, মো. সাইফুল ইসলাম, তাবারাকুল তোসাদ্দেক হোসাইন খান টিটু, ড. কাজী এরতেজা হাসান, শমী কায়সার, সৈয়দ সাদাত আলমাস কবীর, প্রীতি চক্রবর্তী, ড. নাদিয়া বিনতে আমিন, খান আহমেদ শুভ, ড. ফেরদৌসী বেগম, এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা, খন্দকার মশিউজ্জামান (রোমেল), ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহব্বত উল্লাহ, সামিউল হক সাফা ও বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ।
এ ছাড়া বাণিজ্য প্রতিনিধি দলে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক জেসমিন আক্তার ও সাইফুল আলম, ব্রিটিশ বিজনেস গ্রুপের চেয়ারম্যান মো. মাহবুব উর রহমান, ইকোচেম বাংলাদেশ (প্রা.) লিমিটেডের পরিচালক মো. শহীদুল ইসলাম (নিরু), পিপলস এনার্জি লিমিটেডের পরিচালক সাজেদা জামান ও অর্চার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এজাজ মোহাম্মেদ রয়েছেন বলে জানা গেছে।
সবকিছু ঠিক থাকলে ১৩ নভেম্বর প্যারিস থেকে রওনা দিয়ে পরের দিন ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বাণিজ্য প্রতিনিধি দলের।
ভারতের অন্যতম শীর্ষ ধনকুবের গৌতম আদানি ও তাঁর ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযোগপত্র দাখিল ভবিষ্যতে বাংলাদেশ ও আদানি গ্রুপের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। এমনটাই ধারণা করছেন ঢাকার জ্বালানি বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের আদানির বিরুদ্ধে এই অভিযোগ এমন এক
১৫ মিনিট আগেঅর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেছেন, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের আন্তর্জাতিক সালিসে যাওয়ার হুমকিতে ভয় পাওয়ার কারণ নেই। দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১৫ ঘণ্টা আগেবেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
২০ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
২১ ঘণ্টা আগে