অনলাইন ডেস্ক
বিমামালিক ও মুখ্য নির্বাহীদের (সিইও) সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্লোবাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ। এ ছাড়া ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের পরিচালক আদিবা রহমান এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অগ্রণী ইনস্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু। তাঁরা ২০২৫-২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
আজ রোববার বিকেলে কার্যনির্বাহী সদস্যদের ভোটে নির্বাচিত হন তাঁরা। প্রেসিডেন্ট পদে সাঈদ আহমেদ পেয়েছেন ১২ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্রিস্টাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৭ ভোট।
সাঈদ আহমেদ বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেড এবং গ্লোবাল ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস লিমিটেড, আল তাইয়ের ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ ফাউন্ডেশনেরও চেয়ারম্যান।
অন্যদিকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন প্রার্থী ছিলেন। তাঁরা হলেন ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, জনতা ইনস্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ এবং অগ্রণী ইনস্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু।
নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ওপর ভিত্তি করেই ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচন সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে প্রেসিডেন্ট যদি নন-লাইফ বিমা থেকে নির্বাচিত হন, তাহলে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয় লাইফ বিমা খাত থেকে এবং ভাইস প্রেসিডেন্ট হবেন নন-লাইফ বিমা থেকে।
এর আগে, গত শনিবার বিআইএর ২০২৫-২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে সংগঠনটির ৫৩ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নন-লাইফ খাতের বিজয়ী ১০ প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচন বোর্ড। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় লাইফ বিমা খাতে ১০ জন নির্বাহী সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিমামালিক ও মুখ্য নির্বাহীদের (সিইও) সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন গ্লোবাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান সাঈদ আহমেদ। এ ছাড়া ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের পরিচালক আদিবা রহমান এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অগ্রণী ইনস্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু। তাঁরা ২০২৫-২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
আজ রোববার বিকেলে কার্যনির্বাহী সদস্যদের ভোটে নির্বাচিত হন তাঁরা। প্রেসিডেন্ট পদে সাঈদ আহমেদ পেয়েছেন ১২ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্রিস্টাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ৭ ভোট।
সাঈদ আহমেদ বাংলাদেশ চেক টেকনোলজি লিমিটেড, পিউরিটি ফুডস লিমিটেড এবং গ্লোবাল ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ভ্যানটেজ সিকিউরিটিজ লিমিটেড, সিটি হোমস লিমিটেড, আল তাইয়ের ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আহমেদ ফাউন্ডেশনেরও চেয়ারম্যান।
অন্যদিকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন প্রার্থী ছিলেন। তাঁরা হলেন ডেল্টা লাইফের পরিচালক আদিবা রহমান, জনতা ইনস্যুরেন্সের পরিচালক বেলাল আহমেদ এবং অগ্রণী ইনস্যুরেন্সের চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেইন লিন্টু।
নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের ওপর ভিত্তি করেই ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচন সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে প্রেসিডেন্ট যদি নন-লাইফ বিমা থেকে নির্বাচিত হন, তাহলে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয় লাইফ বিমা খাত থেকে এবং ভাইস প্রেসিডেন্ট হবেন নন-লাইফ বিমা থেকে।
এর আগে, গত শনিবার বিআইএর ২০২৫-২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে সংগঠনটির ৫৩ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নন-লাইফ খাতের বিজয়ী ১০ প্রার্থীর নাম ঘোষণা করে নির্বাচন বোর্ড। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় লাইফ বিমা খাতে ১০ জন নির্বাহী সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কেটপ্লেস স্যারির (Sary) সঙ্গে একীভূত হয়েছে বাংলাদেশের মার্কেটপ্লেস শপআপ। দুটি প্রতিষ্ঠান মিলে নতুন গঠিত বাণিজ্যিক প্ল্যাটফর্ম এসআইএলকিউ (SILQ) ১১ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পাচ্ছে। এতে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের ভেঞ্চার ক্যাপিটাল।
২ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকার পতনের পর পুঁজিবাজার সংস্কারের উদ্দেশ্যে গত বছরের আগস্টে গঠন করা হয় পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স। সংস্কার কাজে টাস্কফোর্সকে সহযোগিতার জন্য পরবর্তীতে গঠন করা হয় ‘ফোকাস গ্রুপ’। গ্রুপটিতে ১০ জন সদস্য রয়েছেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ থেকে মৌসুমি ফল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। গতকাল মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো।
৩ ঘণ্টা আগেবিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ কিছুটা উন্নতি করতে পেরেছে। গত অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে দেশের অর্থনীতি কিছুটা গতিপথ বদলেছে। এতে টাকার অঙ্কে জিডিপি বেড়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। বর্তমান নানা সমস্যার মধ্যে দেশের অর্থনীতি সামান্য প্রবৃদ্ধি দেখিয়েছে...
১১ ঘণ্টা আগে