Ajker Patrika

‘১৭ বছর পর একটা কাজ পাইছি, তুই সাইডে গেলি ক্যা’

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৯: ৫৫
মো হুমায়ুন কবির সোহাগ। ছবি: সংগৃহীত
মো হুমায়ুন কবির সোহাগ। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে মোবাইলে ওই হুমকি দেন তিনি। ঘটনার পর ওই সাংবাদিক বাউফল থানায় একটি জিডি করেছেন।

সাংবাদিককে হুমকি দেওয়ার একটি অডিও রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।  

অডিও রেকর্ডে যুবদল নেতা সোহাগকে বলতে শোনা যায়, ‘আমি জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পাইছি। তুই সাইডে গেল ক্যা। কিসের জন্য যাবেন? অনিয়ম করলে অফিস দেখবে, আপনি কেন যাবেন। আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইডে। সাইডে খাইতে যাও? আমি আসছি, তুই ওখানে থাক। খাওয়াইতে আছি, তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। ফাইজলামি...। তুই সাংবাদিক অন্য কাজ কর। সাইডে গেলে তোকে কী করতে হবে সেটা দেখাইতেছি। আচ্ছা তুই থাক, আমি বাউফল আসছি। তুই থাক। তোকে দেখে নেব।’ বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে সাংবাদিক সিদ্দিকুর রহমান বলেন, ‘একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঠিকাদার সোহাগকে ফোন করলে তিনি আমাকে পরবর্তী সময়ে ফোন দিয়ে হুমকি দেন।’

এ বিষয় পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সোহাগ বলেন, ‘সাংবাদিকের সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করেনি। আমি বলেছি আমার এক ভাই কাজ করে, আমরা সবাই নিজেরা নিজেরা। কোনো সমস্যা হলে বসে কথা বলে সমাধান করব।’

এ বিষয় পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, সাংবাদিকেরা সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরবেন। তাঁদের পেশাগত কাজে কেউ বাধা প্রদান; কিংবা হুমকি দেওয়ার বিষয়টি যুবদল সমর্থন করে না।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত