Ajker Patrika

পর্যটনে আয় বাড়াতে সুইফটোনমিক্সে নজর ইন্দোনেশিয়ার, কনসার্ট-বিনোদনে জোর 

অনলাইন ডেস্ক
পর্যটনে আয় বাড়াতে সুইফটোনমিক্সে নজর ইন্দোনেশিয়ার, কনসার্ট-বিনোদনে জোর 

ইন্দোনেশিয়া আরও বেশি সঙ্গীত, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য প্রণোদনা দেওয়ার কথা বিবেচনা করছে। যাতে পর্যটকেরা দেশটিতে দীর্ঘ সময় অবস্থান ও ব্যয় করে। আজ সোমবার মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেশী দেশ সিঙ্গাপুরের টেলর সুইফটের কনসার্টের আয়োজনের প্রসঙ্গ টেনে ইন্দোনেশিয়ার পর্যটনমন্ত্রী সান্দিয়াগা সালাহউদ্দিন উনো বলেছেন, ‘আমাদের পর্যটন খাতের জন্য ‘সুইফটোনমিক্স’ দরকার। সিঙ্গাপুর টেলর সুইফটের কনসার্টের আয়োজন করছে, এতে দেশটিতে এই অঞ্চলের দর্শকেরা যাবে এবং অবস্থান করবে।’ 

ইন্দোনেশিয়া সরকার এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য এক ট্রিলিয়ন রুপিয়া (৩১ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত) পর্যটন তহবিল গঠন করেছে। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটি এ ধরনের অনুষ্ঠান অনুমোদনের নিয়ম-নীতি সহজ করা ও পর্যটকদের ভিসা ছাড়া দেশটিতে প্রবেশাধিকার দেওয়ার পরিকল্পনা করেছে। 

ইতিমধ্যে, দেশটির সরকার গ্রীষ্মমন্ডলীয় দ্বীপ বালিকে পর্যটনের প্রভাব থেকে রক্ষা করার লক্ষে দর্শনার্থীদের ওপর শুল্ক আরোপ শুরু করছে। ইন্দোনেশিয়ার গৃহীত নতুন পদক্ষেপের ফলে দেশটিতে পর্যটক বেড়েছে। গত বছরের ডিসেম্বরে দেশটিতে বিদেশি পর্যটকের সংখ্যা ১১ লাখে দাঁড়িয়েছে, যা করোনা মহামারীর আগের পরিসংখ্যানের কাছাকাছি। 

আজ সোমবার ব্লুমবার্গের হাসলিন্ডা আমিনের সঙ্গে সাক্ষাৎকারে উনো বলেছেন, ‘আমি খুব আশাবাদী যে, পর্যটনে কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা আগামী বছরে আরও বেশি পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম হব।’ 

সহিংসতার ইতিহাস কাটিয়ে ইন্দোনেশিয়ায় গত সপ্তাহের শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ফলে সামনে বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জে আরও পর্যটক যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অনানুষ্ঠানিক ফলাফলে প্রাবোও সুবিয়ান্তো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটি ভোটের আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করছে। 

সবিশেষে উনো বলেছেন, ‘আমি আশাবাদী যে, ফলাফল ঘোষণার পরে সবাই তা সমর্থন করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত