ডলারের আধিপত্য কমানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৮: ৩৫
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১০: ০৯

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারের আধিপত্য কমানো তথা ডিডলারাইজেশনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। এবার দেশটি জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ডলার নয়, নিজ মুদ্রা রুপিতে মূল্য পরিশোধ করেছে। গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।

নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ভারতের একটি শীর্ষ তেল শোধনাগার সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তেল কোম্পানির কাছ থেকে ১০ লাখ ব্যারেল জ্বালানি তেল কিনেছে। কিন্তু এ ক্ষেত্রে দেশটি জ্বালানির মূল্য ডলারে পরিশোধ না করে ভারতীয় রুপিতে করেছে।

সাধারণত বিশ্বের অধিকাংশ পণ্যের মতো জ্বালানি তেলের লেনদেনও ডলারেই হয়ে থাকে। কিন্তু সম্প্রতি ভারত নিজ মুদ্রার আন্তর্জাতিকীকরণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশটি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করছে, যার ফলে দেশটি এখন থেকে জ্বালানি তেল কিনলে ডলারে নয়, রুপিতে মূল্য পরিশোধ করবে। এতে দেশটির জ্বালানি ব্যয় অনেকটাই কমে যাবে। কারণ, এতে রুপিকে ডলারে রূপান্তরিত করার কোনো অতিরিক্ত ব্যয় থাকবে না।

এই প্রথম ভারত জ্বালানি তেল কেনার ক্ষেত্রে রুপিতে মূল্য পরিশোধ করল। তবে ভারত এর আগেও রুপিতে লেনদেন করেছে। এর আগে ভারতীয় ব্যবসায়ীরা সংযুক্ত আরব আমিরাতের ক্রেতাদের কাছ থেকে রুপিতে ২৫ কেজি সোনা কিনেছেন। এর বাইরেও দেশ দুটি আন্তদেশীয় লেনদেনের ক্ষেত্রে নিজ নিজ মুদ্রা ব্যবহারের লক্ষ্যে একটি চুক্তিও স্বাক্ষর করেছে।

পশ্চিমা বিশ্বের বাইরে অনেক দেশই এখন আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলারের বদলে নিজ নিজ মুদ্রা ব্যবহারের উদ্যোগ নিচ্ছে। এরই মধ্যে এই পথে চীন ও রাশিয়া অনেকটাই এগিয়ে গেছে। এখন ভারতও এই পথে বেশ দ্রুতগতিতেই এগিয়ে যাচ্ছে। মূলত রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্ব একগাদা নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই ডলারের আধিপত্য কমানো বা ডিডলারাইজেশনের প্রচেষ্টা এগিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত