অনলাইন ডেস্ক
চলতি সপ্তাহেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পরিশোধ করতে হবে আর্জেন্টিনাকে। তবে এই ঋণ পরিশোধ করতে গিয়ে রিজার্ভে থাকা এক ডলারও ব্যয় করবে না দেশটি। গত সোমবার দেশটির অর্থমন্ত্রী সার্জিও মাসা এ কথা জানিয়েছেন। একই সঙ্গে কীভাবে এই ঋণ পরিশোধ করা হবে, তা-ও জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার দেওয়া এক ভাষণে মাসা বলেছেন, চীনের সঙ্গে একটি বর্ধিত অদলবদল বা সোয়াপ চুক্তি (ইউয়ানের বিপরীতে ডলার কিনবে আর্জেন্টিনা) এবং লাতিন আমেরিকার ডেভেলপমেন্ট ব্যাংক (সিএএফ) থেকে নতুন পাওয়া ঋণের কারণে এটি সম্ভব হবে।
মাসা আগামী অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে আইএমএফকে ২৭০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে। মাসা আরও জানিয়েছেন, আর্জেন্টিনা চলতি সপ্তাহেই চীনের কাছ থেকে ১৭০ কোটি ডলার পাবেন এবং সিএএফ থেকে পাবেন ১০০ কোটি ডলার। এই মোট ২৭০ কোটি ডলার তিনি আইএমএফের ঋণ পরিশোধে ব্যবহার করবেন।
সম্প্রতি তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। মূল্যস্ফীতি প্রসঙ্গে বলা যায় অনেকটাই আকাশছোঁয়া। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও কমছে প্রতিনিয়ত, বাড়ছে দেউলিয়া হওয়ার ঝুঁকি। দেশটির দেউলিয়া হওয়া এড়ানোর জন্য আগামী সোমবার নাগাদ অন্তত ২৬০ কোটি ডলার প্রয়োজন। এর পরদিন, অর্থাৎ মঙ্গলবার প্রয়োজন আরও ৮০ কোটি ডলার।
সোমবার আর্জেন্টিনার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাসা বলেন, ‘আমি আপনাদের আশার বাণী শোনাতে চাই যে ঋণ পরিশোধ করতে গিয়ে আর্জেন্টিনা রিজার্ভ থেকে এক ডলারও ব্যয় করবে না।’ তিনি বলেন, ‘আর্জেন্টিনার জন্য এখন চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক কার্যকলাপ বজায় রেখে বিদেশি মুদ্রা সংরক্ষণের প্রচেষ্টা চালিয়ে যাওয়া।’
চলতি সপ্তাহেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পরিশোধ করতে হবে আর্জেন্টিনাকে। তবে এই ঋণ পরিশোধ করতে গিয়ে রিজার্ভে থাকা এক ডলারও ব্যয় করবে না দেশটি। গত সোমবার দেশটির অর্থমন্ত্রী সার্জিও মাসা এ কথা জানিয়েছেন। একই সঙ্গে কীভাবে এই ঋণ পরিশোধ করা হবে, তা-ও জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সোমবার দেওয়া এক ভাষণে মাসা বলেছেন, চীনের সঙ্গে একটি বর্ধিত অদলবদল বা সোয়াপ চুক্তি (ইউয়ানের বিপরীতে ডলার কিনবে আর্জেন্টিনা) এবং লাতিন আমেরিকার ডেভেলপমেন্ট ব্যাংক (সিএএফ) থেকে নতুন পাওয়া ঋণের কারণে এটি সম্ভব হবে।
মাসা আগামী অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী। তিনি জানিয়েছেন, চলতি সপ্তাহে আইএমএফকে ২৭০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে। মাসা আরও জানিয়েছেন, আর্জেন্টিনা চলতি সপ্তাহেই চীনের কাছ থেকে ১৭০ কোটি ডলার পাবেন এবং সিএএফ থেকে পাবেন ১০০ কোটি ডলার। এই মোট ২৭০ কোটি ডলার তিনি আইএমএফের ঋণ পরিশোধে ব্যবহার করবেন।
সম্প্রতি তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। মূল্যস্ফীতি প্রসঙ্গে বলা যায় অনেকটাই আকাশছোঁয়া। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও কমছে প্রতিনিয়ত, বাড়ছে দেউলিয়া হওয়ার ঝুঁকি। দেশটির দেউলিয়া হওয়া এড়ানোর জন্য আগামী সোমবার নাগাদ অন্তত ২৬০ কোটি ডলার প্রয়োজন। এর পরদিন, অর্থাৎ মঙ্গলবার প্রয়োজন আরও ৮০ কোটি ডলার।
সোমবার আর্জেন্টিনার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাসা বলেন, ‘আমি আপনাদের আশার বাণী শোনাতে চাই যে ঋণ পরিশোধ করতে গিয়ে আর্জেন্টিনা রিজার্ভ থেকে এক ডলারও ব্যয় করবে না।’ তিনি বলেন, ‘আর্জেন্টিনার জন্য এখন চ্যালেঞ্জ হলো অর্থনৈতিক কার্যকলাপ বজায় রেখে বিদেশি মুদ্রা সংরক্ষণের প্রচেষ্টা চালিয়ে যাওয়া।’
বেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
৪ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
৫ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
৬ ঘণ্টা আগেব্যাংকিং খাতে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দীর্ঘদিনের প্রথা। তবে এবার নতুন নীতিমালায় আরোপিত কঠোর শর্ত—ব্যাংকিং ডিপ্লোমা, মাস্টার্স ডিগ্রি ও গবেষণাপত্র প্রকাশের বাধ্যবাধকতা—সরকারি ব্যাংকের ২৫৮ কর্মকর্তার জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
৬ ঘণ্টা আগে