Ajker Patrika

ব্র্যাকের পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা উপলক্ষে রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা উপলক্ষে রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

দেশি-বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী, ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো তুলে ধরার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’।

প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো—স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটনশিল্পে সম্পৃক্ত করা। এই খাত থেকে আসা অর্থনৈতিক সুবিধার লভ্যাংশ তাঁদের কাছে, বিশেষত পিছিয়ে পড়া গ্রামীণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানো নিশ্চিত করা; একই সঙ্গে শহুরে প্রজন্মকে শিকড়ের সঙ্গে সংযুক্ত করা।

গত রোববার বরেন্দ্রভূমি রাজশাহীতে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাক এন্টারপ্রাইজেসের এমডি তামারা হাসান আবেদ, ব্র্যাকের ঊর্ধ্বতন উপদেষ্টা ড. মো. জাফরউদ্দিন এবং অতিথি প্রকল্পের পরামর্শক মৌটুসী বিশ্বাস। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, উপগ্রন্থাগারিক মো. আসলাম রেজা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আশুলিয়ায় টেনেহিঁচড়ে সাব-রেজিস্ট্রারকে অফিস থেকে বের করে দিল ‘ছাত্র-জনতা’

টিকিটের কালোবাজারি ঠেকাতে না পারলে চুক্তি বাতিল, সহজ ডটকমকে রেল উপদেষ্টার হুঁশিয়ারি

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লালমনিরহাটে জেলা বিএনপির নেতা আটক

ট্রাম্পের শুল্কে বাংলাদেশের সর্বনাশ, ভারতসহ যাদের পৌষ মাস

ট্রাম্পের শুল্কের ধাক্কায় এশিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ব্যাংক খাত: মুডিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত