Ajker Patrika

চট্টগ্রামের জিইসি মোড়ে ভাইব্রেন্টের শোরুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫৮
চট্টগ্রামের জিইসি মোড়ে ভাইব্রেন্টের শোরুম উদ্বোধন

সারা দেশে ভাইব্রেন্টের পরিধি বিস্তারের ধারাবাহিকতায় চট্টগ্রামের ব্যস্ততম প্রাণকেন্দ্র সিডিএ অ্যাভিনিউর জিইসি মোড়ে ইউনুসকো সিটি সেন্টারে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন শোরুম উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এই শোরুম উদ্বোধন করেন ভাইব্রেন্টের হেড অব মার্কেটিং শেখ তানভীর তাপস। আজ মঙ্গলবার ইউএস-বাংলা গ্রুপের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট ইতিমধ্যে সারা দেশে ১৯টি শোরুম নিয়ে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। স্বল্পতম সময়ে গ্রাহকদের গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্টসামগ্রী। ভাইব্রেন্টের যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখেছে। 

প্রায় এক হাজার মডেলের আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুর জন্য বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রীসহ পরিধেয় বস্ত্র, লাইফস্টাইল সামগ্রী সংগ্রহে রাখছে শোরুমগুলোতে। ভাইব্রেন্ট প্রোডাক্টের মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাচ্ছে। ভাইব্রেন্টের প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তিতে তৈরি। 

ইউএস-বাংলা জানিয়েছে, ভাইব্রেন্টের কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে ভবিষ্যতে প্রতিটি জেলা শহরে উল্লেখযোগ্যসংখ্যক নিজস্ব আউটলেট এমনকি উপজেলা পর্যন্ত ভাইব্রেন্টের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রতিটি আউটলেটেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহণ করা হয়। ইতিমধ্যে অনলাইনের মাধ্যমেও ভাইব্রেন্টের সব পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভুক্ত হয়েছে।

করোনার প্রাদুর্ভাবের কারণে সব ধরনের স্বাস্থ্যবিধি পরিপালন করে ভাইব্রেন্ট পণ্যসামগ্রী ক্রয় করতে এখন থেকে বিভিন্ন বিক্রয়কেন্দ্রের পাশাপাশি অনলাইনেও সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত