অনলাইন ডেস্ক
আন্তসীমান্ত লেনদেনের ক্ষেত্রে প্রথমবারের মতো মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে চীনা রেনমিনবি বা ইউয়ান। ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাস এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত বৈদেশিক লেনদেন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেইন এক্সচেঞ্জ (এসএএফই) জানিয়েছে, আন্তসীমান্ত লেনদেনের ক্ষেত্রে ইউয়ানের শেয়ার ডলারকে ছাড়িয়ে গেছে এবং গত মার্চে এই লেনদেন সর্বকালের সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়।
স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেঞ্জ জানিয়েছে, ২০২১ সালে চীনের আন্তসীমান্ত লেনদেনের নিষ্পত্তির পরিমাণ বেড়ে ৪৭ শতাংশ হয়েছে, যা পাঁচ বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। সেই বছরের তুলনায় ২০২৩ সালের মার্চে বিশ্বব্যাপী লেনদেনের ক্ষেত্রে রেনমিনবির ব্যবহার ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
গোল্ডম্যান স্যাস জানিয়েছে, মূলত বৈদেশিক বাণিজ্যের কারণেই এই লেনদেনের হার বেশি হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, চীনা রেনমিনবি বাজারে নিজস্ব জায়গা অর্জন করেছে এবং বিশ্ববাজারে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে ইউয়ান এখনো অনেক উপায়ে ডলারের সঙ্গে সত্যিকারের প্রতিযোগিতা করতে পারছে না।
গোল্ডম্যান স্যাস তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘লেনদেন ছাড়া অন্যান্য ক্ষেত্রে অগ্রগতি ধীর বলে মনে হচ্ছে। যদিও চীন বিশ্বব্যাপী পণ্য, পরিষেবা এবং আর্থিক বাজারে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে এখনো পুঁজি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রয়েছে এবং রেনমিনবি এখনো সম্পূর্ণরূপে অবাধে লেনদেনযোগ্য নয়। বিষয়টি রিজার্ভ মুদ্রা হওয়ার ক্ষেত্রে এর যে অগ্রযাত্রা তা বাধাগ্রস্ত করতে পারে।’
তবে লেনদেনের ক্ষেত্রে এখনো ডলার প্রাধান্য ধরে রেখেছে। ইউয়ান তেজিভাব ধরে রাখলেও আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফটের মতে, মার্কিন ডলার এখনো আন্তর্জাতিক বাজারে পেমেন্ট মেটানোর ক্ষেত্রে প্রভাবশালী মুদ্রা। মে মাসে বিশ্বের মোট পেমেন্টের ৪৩ শতাংশ হয়েছে ডলারে, প্রায় ৩২ শতাংশ ইউরোতে, ৭ শতাংশ ব্রিটিশ পাউন্ডে এবং ৩ দশমিক ২ শতাংশ জাপানি ইয়েনে।
গোল্ডম্যান স্যাসের মতে, পোর্টফোলিও বিনিয়োগ, অর্থাৎ সরকারি স্টক বা বন্ডের ওপর বিনিয়োগ থেকে মূলত ইউয়ানের দাম বাড়ার একটি সুযোগ তৈরি হয়েছে এবং হংকং মূলত ইউয়ানের মূল্য বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানটি হংকংকে ‘রেনমিনবির বিকাশের বহির্বিশ্বের কেন্দ্র’ বলে উল্লেখ করেছে।
আন্তসীমান্ত লেনদেনের ক্ষেত্রে প্রথমবারের মতো মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে চীনা রেনমিনবি বা ইউয়ান। ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাস এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত বৈদেশিক লেনদেন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেইন এক্সচেঞ্জ (এসএএফই) জানিয়েছে, আন্তসীমান্ত লেনদেনের ক্ষেত্রে ইউয়ানের শেয়ার ডলারকে ছাড়িয়ে গেছে এবং গত মার্চে এই লেনদেন সর্বকালের সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়।
স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেন এক্সচেঞ্জ জানিয়েছে, ২০২১ সালে চীনের আন্তসীমান্ত লেনদেনের নিষ্পত্তির পরিমাণ বেড়ে ৪৭ শতাংশ হয়েছে, যা পাঁচ বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। সেই বছরের তুলনায় ২০২৩ সালের মার্চে বিশ্বব্যাপী লেনদেনের ক্ষেত্রে রেনমিনবির ব্যবহার ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
গোল্ডম্যান স্যাস জানিয়েছে, মূলত বৈদেশিক বাণিজ্যের কারণেই এই লেনদেনের হার বেশি হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, চীনা রেনমিনবি বাজারে নিজস্ব জায়গা অর্জন করেছে এবং বিশ্ববাজারে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে ইউয়ান এখনো অনেক উপায়ে ডলারের সঙ্গে সত্যিকারের প্রতিযোগিতা করতে পারছে না।
গোল্ডম্যান স্যাস তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘লেনদেন ছাড়া অন্যান্য ক্ষেত্রে অগ্রগতি ধীর বলে মনে হচ্ছে। যদিও চীন বিশ্বব্যাপী পণ্য, পরিষেবা এবং আর্থিক বাজারে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে এখনো পুঁজি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রয়েছে এবং রেনমিনবি এখনো সম্পূর্ণরূপে অবাধে লেনদেনযোগ্য নয়। বিষয়টি রিজার্ভ মুদ্রা হওয়ার ক্ষেত্রে এর যে অগ্রযাত্রা তা বাধাগ্রস্ত করতে পারে।’
তবে লেনদেনের ক্ষেত্রে এখনো ডলার প্রাধান্য ধরে রেখেছে। ইউয়ান তেজিভাব ধরে রাখলেও আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফটের মতে, মার্কিন ডলার এখনো আন্তর্জাতিক বাজারে পেমেন্ট মেটানোর ক্ষেত্রে প্রভাবশালী মুদ্রা। মে মাসে বিশ্বের মোট পেমেন্টের ৪৩ শতাংশ হয়েছে ডলারে, প্রায় ৩২ শতাংশ ইউরোতে, ৭ শতাংশ ব্রিটিশ পাউন্ডে এবং ৩ দশমিক ২ শতাংশ জাপানি ইয়েনে।
গোল্ডম্যান স্যাসের মতে, পোর্টফোলিও বিনিয়োগ, অর্থাৎ সরকারি স্টক বা বন্ডের ওপর বিনিয়োগ থেকে মূলত ইউয়ানের দাম বাড়ার একটি সুযোগ তৈরি হয়েছে এবং হংকং মূলত ইউয়ানের মূল্য বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। প্রতিষ্ঠানটি হংকংকে ‘রেনমিনবির বিকাশের বহির্বিশ্বের কেন্দ্র’ বলে উল্লেখ করেছে।
বেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
২ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
৩ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
৪ ঘণ্টা আগেব্যাংকিং খাতে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দীর্ঘদিনের প্রথা। তবে এবার নতুন নীতিমালায় আরোপিত কঠোর শর্ত—ব্যাংকিং ডিপ্লোমা, মাস্টার্স ডিগ্রি ও গবেষণাপত্র প্রকাশের বাধ্যবাধকতা—সরকারি ব্যাংকের ২৫৮ কর্মকর্তার জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
৪ ঘণ্টা আগে