আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
কারফিউর মধ্যে চার দিনে জাহাজ থেকে খালাস হওয়া ১ লাখ ৮০ হাজার টন পণ্য ডেলিভারি শুরু হয়েছে। প্রায় ১৯ হাজার টন রপ্তানি পণ্যের শুল্কায়নও সম্পন্ন হয়। ইন্টারনেট সচল ও কারফিউ শিথিলের (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা) কারণে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে আমদানি-রপ্তানি কার্যক্রম গতকাল বুধবার (২৪ জুলাই) সচল হওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। কারফিউর মধ্যেই ২১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চার দিনে বন্দরে নোঙর করা ১৩ জাহাজ থেকে উল্লেখিত পরিমাণ পণ্য খালাস হয়। ইন্টারনেট বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি গত এক সপ্তাহ কার্যত বন্ধ ছিল। গতকাল কাজ শুরুর পর আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চট্টগ্রাম কাস্টমস ও বন্দরে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মো. মাহফুজুল আলম আজকের পত্রিকাকে বলেন, ইন্টারনেট সুবিধা চালুর পর গতকাল চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়নসহ কার্যক্রম করা যাচ্ছে এবং কোনো অসুবিধা হচ্ছে না।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ফরিদুল আলম জানান, ইন্টারনেট বন্ধ থাকার সময় বন্দরের অভ্যন্তরে ম্যানুয়ালি কাজ হয়েছে। ইন্টারনেট সংযোগ আসার পর ডেলিভারিসহ সব কাজে গতি এসেছে।
কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যমতে, কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কাস্টমসের কার্যক্রম কার্যত অচল থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল না। এর মধ্যে ২১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বন্দরে নোঙর করা ৮টি বাল্ক ও ৫টি কনটেইনার জাহাজ মিলে মোট ১৩টি জাহাজ খালাস হয়। ৩ হাজার ৪৩৯টি কনটেইনারে ৭১ হাজার টন এবং বাল্ক জাহাজে আসা ১ লাখ ৮ হাজার ৫৮১ টন বিভিন্ন ধরনের পণ্য খালাস হয়। আর পচনশীল পণ্য আদা, রসুন, পেঁয়াজ, মাছ, ফলমূল, শিল্পকারখানার কাঁচামাল ম্যানুয়ালি দ্রুত খালাস হয়। অন্যদিকে ৯ হাজার ৭১৪টি রপ্তানি চালানের বিপরীতে ১৮ হাজার ৮০৯ টন পণ্য চালান শুল্কায়ন করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, কাস্টম হাউস সচল হয়েছে। আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টরা আগের মতোই কাজ করতে পারছে। তবে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চট্টগ্রাম কাস্টমসের কারিগরি ত্রুটির কারণে বন্দরের ওয়ান স্টপে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হচ্ছে।
গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৮টা থেকেই ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রাম বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানিকাজের একমাত্র সফটওয়্যার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড অকার্যকর হয়ে পড়ে। এতে আমদানি পণ্য খালাস এবং রপ্তানি পণ্য জাহাজীকরণ বন্ধ হয়ে যায়।
কারফিউর মধ্যে চার দিনে জাহাজ থেকে খালাস হওয়া ১ লাখ ৮০ হাজার টন পণ্য ডেলিভারি শুরু হয়েছে। প্রায় ১৯ হাজার টন রপ্তানি পণ্যের শুল্কায়নও সম্পন্ন হয়। ইন্টারনেট সচল ও কারফিউ শিথিলের (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা) কারণে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসে আমদানি-রপ্তানি কার্যক্রম গতকাল বুধবার (২৪ জুলাই) সচল হওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। কারফিউর মধ্যেই ২১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চার দিনে বন্দরে নোঙর করা ১৩ জাহাজ থেকে উল্লেখিত পরিমাণ পণ্য খালাস হয়। ইন্টারনেট বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি গত এক সপ্তাহ কার্যত বন্ধ ছিল। গতকাল কাজ শুরুর পর আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে চট্টগ্রাম কাস্টমস ও বন্দরে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মো. মাহফুজুল আলম আজকের পত্রিকাকে বলেন, ইন্টারনেট সুবিধা চালুর পর গতকাল চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়নসহ কার্যক্রম করা যাচ্ছে এবং কোনো অসুবিধা হচ্ছে না।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ফরিদুল আলম জানান, ইন্টারনেট বন্ধ থাকার সময় বন্দরের অভ্যন্তরে ম্যানুয়ালি কাজ হয়েছে। ইন্টারনেট সংযোগ আসার পর ডেলিভারিসহ সব কাজে গতি এসেছে।
কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যমতে, কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কাস্টমসের কার্যক্রম কার্যত অচল থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল না। এর মধ্যে ২১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বন্দরে নোঙর করা ৮টি বাল্ক ও ৫টি কনটেইনার জাহাজ মিলে মোট ১৩টি জাহাজ খালাস হয়। ৩ হাজার ৪৩৯টি কনটেইনারে ৭১ হাজার টন এবং বাল্ক জাহাজে আসা ১ লাখ ৮ হাজার ৫৮১ টন বিভিন্ন ধরনের পণ্য খালাস হয়। আর পচনশীল পণ্য আদা, রসুন, পেঁয়াজ, মাছ, ফলমূল, শিল্পকারখানার কাঁচামাল ম্যানুয়ালি দ্রুত খালাস হয়। অন্যদিকে ৯ হাজার ৭১৪টি রপ্তানি চালানের বিপরীতে ১৮ হাজার ৮০৯ টন পণ্য চালান শুল্কায়ন করা হয়।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, কাস্টম হাউস সচল হয়েছে। আমদানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্টরা আগের মতোই কাজ করতে পারছে। তবে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চট্টগ্রাম কাস্টমসের কারিগরি ত্রুটির কারণে বন্দরের ওয়ান স্টপে ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হচ্ছে।
গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত ৮টা থেকেই ইন্টারনেট বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রাম বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানিকাজের একমাত্র সফটওয়্যার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড অকার্যকর হয়ে পড়ে। এতে আমদানি পণ্য খালাস এবং রপ্তানি পণ্য জাহাজীকরণ বন্ধ হয়ে যায়।
আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। পাশাপাশি রোজার ইফতারির অন্যতম অনুষঙ্গ এই পণ্যের ওপর থাকা অগ্রিম করও পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। সরকারের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তবে খেজুর আমদানির অযৌক্তিক ট্যারিফ ভ্যালু...
৭ ঘণ্টা আগেদেশের বাজারে ফের সোনার দাম বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট সোনার ভরির নতুন দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। দাম বৃদ্ধির কারণ ও বিস্তারিত জানতে পড়ুন।
৭ ঘণ্টা আগেপুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন জুতা প্রস্তুতকারক ও রপ্তানিকারক তিন কোম্পানির কাছে প্রস্তুতকৃত চামড়া বিক্রি করা সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড। এ লক্ষ্যে শিগগিরই হবে চুক্তি। চুক্তির আওতায় বছরে ১৬ কোটি টাকার চামড়া বিক্রি করবে এপেক্স ট্যানারি।
৭ ঘণ্টা আগেফলজাত পণ্য রপ্তানির জন্য বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক। স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস ও ড্রিংকস রপ্তানির বিপরীতে রপ্তানিকারকেরা এখন মোট রপ্তানি আয়ের ১০ শতাংশ নগদ প্রণোদনা পাবেন। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ
৭ ঘণ্টা আগে