‘পর্যটনে নতুন ভাবনা’ প্রতিপাদ্যে পালিত হবে বিশ্ব পর্যটন দিবস

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২০: ৫৩

‘পর্যটনে নতুন ভাবনা’ প্রতিপাদ্যে আগামীকাল পালিত হবে বিশ্ব পর্যটন দিবস। করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী পর্যটন খাতে ধস নেমেছে। কঠোর লক ডাউনের কারণে কমে যায় দেশীয় ও আন্তর্জাতিক পর্যটন বাণিজ্য। কোভিড-১৯ এর ধাক্কা সামলে নতুন করে পথ চলার প্রয়াসে উদ্‌যাপিত হবে এবারের বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক) দিবসটি উপলক্ষে আগারগাঁও পর্যটন ভবনে নানা কর্মসূচি আয়োজন করেছে।

সকাল সাড়ে ৭টার দিকে ‘বিশ্ব পর্যটন দিবস-২০২২’ এর কর্মসূচি উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মো. মাহবুব আলী এমপি। দিবসটি উপলক্ষে পর্যটন ভবন হতে বর্ণাঢ্য র‍্যালি আয়োজন ছাড়াও বাপকের হোটেল, মোটেলে আবাসনের ওপর ৩০ শতাংশ ডিসকাউন্ট থাকবে। সকাল ৭টা হতে পর্যটন ভবনের নিচতলার উন্মুক্ত স্থান ও সম্মুখে রাস্তার আইল্যান্ডে খাবারের স্টলগুলোতে বিভিন্ন রেস্তোরাঁয় পরিবেশিত খাবারের বৈচিত্র্যময় রেসিপি ও বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা রকম খাবার, পানীয় ও পিঠা-পায়েস ও বিভিন্ন আন্তর্জাতিক মেন্যু এতে উপস্থাপিত হবে।

উৎসবটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং খাবারগুলো স্বল্প মূল্যে বিক্রয় করা হবে। আরও থাকবে লাইভ কুকিং শো। এ ছাড়া বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাপকের ভ্রমণ ইউনিট স্বল্পমূল্যে ও বিনা মূল্যে ৩টি সিটি ট্যুর পরিচালিত করবে—

১. নামমাত্র মূল্যে ন্যাশনাল হোটেল অ্যান্ড টুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের (এনএইচটিটিআই) শিক্ষার্থীদের নিয়ে সোনারগাঁও প্রাচীন বাংলার গৌরবময় ঐতিহ্য বড় জমিদার বাড়ি, লোক ও কারুশিল্প জাদুঘর, কারুপল্লি ও অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন ও ঈশাখাঁ জমিদার বাড়ি এবং ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করবে। এতে মোট ২৬ জন শিক্ষার্থীকে নেওয়া হবে।

২. স্কুলের ২৫ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে ঢাকা সিটি সাইট সিইং ট্যুরে পর্যটন ভবন থেকে বাপকের নিজস্ব বাসে করে জাতীয় সংসদ ভবন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর, ঢাকেশ্বরী মন্দির, লালাবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন থাকবে।

৩. সুবিধা বঞ্চিত শিশু পল্লির শিশুদের জন্য থাকছে সম্পূর্ণ বিনা মূল্যে খাবার পরিবেশনসহ ঢাকা-পদ্মা সেতু-ভাঙা ঢাকা অর্ধ দিবস প্যাকেজ ট্যুর।

এ ছাড়া আগামীকাল ও পরদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত