Ajker Patrika

যুক্তরাষ্ট্রে দুই দশক ধরে ‘শাসনে অবনতি’, ঋণমান কমাল ফিচ

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৫: ৪৬
যুক্তরাষ্ট্রে দুই দশক ধরে ‘শাসনে অবনতি’, ঋণমান কমাল ফিচ

টানা দুই দশক ধরে শাসন ব্যবস্থায় অবনতি হয়েছে যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে দেশটির আর্থিক অবস্থা এবং ব্যবস্থাপনাও দুর্বল হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির ঋণমান সূচকের অবনতি ঘটেছে। স্বাধীনভাবে আর্থিক সূচক পরিমাপকারী প্রতিষ্ঠান ফিচ সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঋণমান কমিয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে—শাসন ব্যবস্থায় ধারাবাহিক অবনতি, দুর্বল আর্থিক অবস্থা এবং ব্যবস্থাপনা ইত্যাদি কারণে ফিচ যুক্তরাষ্ট্রের ঋণমান সূচক ট্রিপল এ (এএএ) থেকে ডাবল এ‍ প্লাস (এএ‍+) ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে। 

ফিচ যুক্তরাষ্ট্রের ঋণমান কমানোর কারণ হিসেবে জানিয়েছে, তাঁরা পর্যবেক্ষণ করেছে যে—বিগত ২০ বছর ধরেই যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় অবনতি হয়েছে। ফিচ বলেছে, ‘যুক্তরাষ্ট্রের এই অবনমন মূলত আগামী তিন বছরে যুক্তরাষ্ট্রের আর্থিক অবনতি, ক্রমবর্ধমান সাধারণ সরকারি ঋণের বিশাল বোঝা এবং শাসনের ক্ষয়কেই প্রতিফলিত করে।’ 

তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এই ঋণমান সূচকের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইচ্ছা করেই এমনটা করা হয়েছে। মূলত ২০১৮ থেকে ২০২০ সালের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে। তিনি তীব্রভাবে ফিচের এই রেটিংয়ের বিরোধিতা করেন। 

একটি সরকারকে টাকা ধার দেওয়া কতটা ঝুঁকিপূর্ণ বা নিরাপদ তা বিবেচনা করার জন্য বিনিয়োগকারীরা ক্রেডিট রেটিং বা ঋণমানকে একটি মানদণ্ড হিসেবে ব্যবহার করে। অর্থনীতির আকার এবং আপেক্ষিক স্থিতিশীলতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাধারণত একটি অত্যন্ত নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু ফিচের সর্বশেষ এই রেটিং যুক্তরাষ্ট্রকে কিছুটা হলেও নেতিবাচক ঝাঁকুনি দেবে। 

এদিকে, চলতি বছর যুক্তরাষ্ট্র সরকারি ঋণ দিয়ে বেশ হতাশার মধ্যে পড়েছে। সরকারি কোষাগার প্রায় শূন্য হয়ে গিয়ে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল দেশটি। পরে সর্বোচ্চ ঋণ গ্রহণ সীমা বাড়িয়ে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত