পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজক ইয়ামাহা রাইডার্স ক্লাব

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৫৭

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছরের মত এ বছরও ইয়ামাহা রাইডার্স ক্লাবের বহুমুখী কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা ঢাকাসহ সারা দেশের সকল শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানায়। 

সেই সঙ্গে ঢাকার ইয়ামাহার শোরুম ক্রিসেন্ট এন্টারপ্রাইজ, মিরপুরে আয়োজন করা হয় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা’। যেখানে পথশিশুরা রং তুলির আঁচড়ে রাঙিয়েছে তাদের ক্যানভাস। 

অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও খাবার বিতরণ করেন ইয়ামাহা মোটরসাকেলস বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা। 
 
প্রসঙ্গত, ইয়ামাহা রাইডার্স ক্লাব ইয়ামাহা মোটরসাইকেলস রাইডারদের নিয়ে গঠিত একটি সংগঠন। দেশের প্রতিটি জেলায় এই মোটরসাইকেল ক্লাবের শাখা রয়েছে এবং দেশব্যাপী এদের রয়েছে প্রায় সাড়ে তিন হাজার সদস্য। ক্লাবের সদস্যরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত