অনলাইন ডেস্ক
বিটকয়েনের দাম আজ সোমবার পর্যন্ত ৫০ হাজার ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। এক সপ্তাহের ব্যবধানে এই দাম ১৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। কারণ বিনিয়োগকারীরা গত মাসে অনুমোদন পাওয়া নতুন স্পট ইটিএফে বিনিয়োগ বাড়াতে শুরু করেছেন।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি ক্রিপ্টো মুদ্রার জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি। ২০২২ সালে এফটিএক্সের পতনের পর বিটকয়েনের দাম ১৬ হাজার ডলারে নেমে গিয়েছিল।
২০২৩ সালের প্রায় পুরোটা সময়জুড়েই বিটকয়েনের দাম ২০ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে স্থির ছিল। যদিও মার্কিন কর্তৃপক্ষ বিটকয়েনের স্পট ইটিএফের অনুমোদন দিতে পারে এমন সম্ভাবনার মধ্যে ডিসেম্বরের মধ্যেই এই মুদ্রার দাম হু হু করে বাড়তে শুরু করে। যদিও ইটিএফের অনুমোদন পাওয়ার পর বিটকয়েনের দাম হঠাৎ কমে ৩৮ হাজার ডলারে নেমে গিয়েছিল। পরে তা আবারও বাড়তে শুরু করে। স্পট ইটিএফের মাধ্যমে মূলত ক্রিপ্টোকারেন্সির মূল্য নির্ধারিত হয়।
গত এক সপ্তাহে বিটকয়েনের দাম ১৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪৯ হাজার ৮৩২ ডলার হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ বিষয়ে ফিনেকিয়া ইন্টারন্যাশনালের বিশ্লেষক মাত্তেও গ্রেকো বলেছেন, ‘এই মূল্যবৃদ্ধির পেছনে প্রাথমিক চালক বিটিসি স্পট ইটিএফে প্রবাহ বেড়ে যাওয়াকে কৃতিত্ব দেওয়া যেতে পারে।’
উল্লেখ্য, জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওয়াল স্ট্রিট জায়ান্ট ব্ল্যাকরক এবং ফিডেলিটি থেকে তহবিলসহ ১১টি বিটকয়েন ইটিএফ চালু করার জন্য অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত মূলধারার গ্রহণযোগ্যতা অর্জনের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত।
বিটকয়েনের দাম আজ সোমবার পর্যন্ত ৫০ হাজার ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। এক সপ্তাহের ব্যবধানে এই দাম ১৬ দশমিক ৭ শতাংশ বেড়েছে। কারণ বিনিয়োগকারীরা গত মাসে অনুমোদন পাওয়া নতুন স্পট ইটিএফে বিনিয়োগ বাড়াতে শুরু করেছেন।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এটি ক্রিপ্টো মুদ্রার জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি। ২০২২ সালে এফটিএক্সের পতনের পর বিটকয়েনের দাম ১৬ হাজার ডলারে নেমে গিয়েছিল।
২০২৩ সালের প্রায় পুরোটা সময়জুড়েই বিটকয়েনের দাম ২০ হাজার থেকে ৩০ হাজারের মধ্যে স্থির ছিল। যদিও মার্কিন কর্তৃপক্ষ বিটকয়েনের স্পট ইটিএফের অনুমোদন দিতে পারে এমন সম্ভাবনার মধ্যে ডিসেম্বরের মধ্যেই এই মুদ্রার দাম হু হু করে বাড়তে শুরু করে। যদিও ইটিএফের অনুমোদন পাওয়ার পর বিটকয়েনের দাম হঠাৎ কমে ৩৮ হাজার ডলারে নেমে গিয়েছিল। পরে তা আবারও বাড়তে শুরু করে। স্পট ইটিএফের মাধ্যমে মূলত ক্রিপ্টোকারেন্সির মূল্য নির্ধারিত হয়।
গত এক সপ্তাহে বিটকয়েনের দাম ১৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪৯ হাজার ৮৩২ ডলার হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ বিষয়ে ফিনেকিয়া ইন্টারন্যাশনালের বিশ্লেষক মাত্তেও গ্রেকো বলেছেন, ‘এই মূল্যবৃদ্ধির পেছনে প্রাথমিক চালক বিটিসি স্পট ইটিএফে প্রবাহ বেড়ে যাওয়াকে কৃতিত্ব দেওয়া যেতে পারে।’
উল্লেখ্য, জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওয়াল স্ট্রিট জায়ান্ট ব্ল্যাকরক এবং ফিডেলিটি থেকে তহবিলসহ ১১টি বিটকয়েন ইটিএফ চালু করার জন্য অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত মূলধারার গ্রহণযোগ্যতা অর্জনের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত।
অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেছেন, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের আন্তর্জাতিক সালিসে যাওয়ার হুমকিতে ভয় পাওয়ার কারণ নেই। দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগেবেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
৮ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
৯ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
৯ ঘণ্টা আগে