Ajker Patrika

দাম কমাতে পেঁয়াজ আমদানি শুল্ক প্রত্যাহার

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ২১: ৫৮
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পেঁয়াজের দামে লাগাম টানতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজের মূল্য সহনীয় ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এর মাধ্যমে পেঁয়াজের মোট করভার ১০ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। এর ফলে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কোনো শুল্ক-কর আরোপযোগ্য রইল না।

শুল্ক প্রত্যাহারের মাধ্যমে এনবিআর আশা করছে, আমদানি বৃদ্ধি পেয়ে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে। কমবে পেঁয়াজের দাম।

এনবিআর সূত্র বলছে, সম্প্রতি দেশে অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য পেঁয়াজের দামে অস্থিরতা দেখা দিয়েছে। যা সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়েছে। দেশে পেঁয়াজের চাহিদা ২৬ থেকে ২৭ লাখ টন। স্থানীয়ভাবে উৎপাদন দিয়ে দেশের চাহিদার ৭৫ থেকে ৮০ শতাংশ পূরণ করা সম্ভব হয়। অন্যদিকে পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকার ২০ শতাংশ হারে রপ্তানি শুল্ক আরোপ করেছে। দেশে প্রয়োজনীয় চাহিদা পূরণ ও ঊর্ধ্বমুখী বাজারমূল্য নিয়ন্ত্রণে আমদানি করা পেঁয়াজের সরবরাহ বাড়ানো আবশ্যক হয়ে পড়েছে। সে কারণে আমদানি ব্যয় কমাতে গত ৩১ অক্টোবর পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ কাস্টমস ডিউটি বা শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সুপারিশ করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আশুলিয়ায় টেনেহিঁচড়ে সাব-রেজিস্ট্রারকে অফিস থেকে বের করে দিল ‘ছাত্র-জনতা’

টিকিটের কালোবাজারি ঠেকাতে না পারলে চুক্তি বাতিল, সহজ ডটকমকে রেল উপদেষ্টার হুঁশিয়ারি

স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লালমনিরহাটে জেলা বিএনপির নেতা আটক

ট্রাম্পের শুল্কে বাংলাদেশের সর্বনাশ, ভারতসহ যাদের পৌষ মাস

বাংলাদেশসহ ১৪ দেশের ভিসা স্থগিত করল সৌদি আরব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত