পরিবেশবান্ধব কারখানা স্থাপনে বিশ্বে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশ। একসময়ের অনিরাপদ কারখানার মৃত্যুপুরী হিসেবে পরিচিত বাংলাদেশ বিশ্বে এখন নিরাপদ কারখানার সামনের সারিতে। কীভাবে ঘটল এমন বিস্ময়কর ঘটনা? এসব নিয়ে কথা বলেছেন দেশের প্রথম বিশ্বস্বীকৃতি পাওয়া সবুজ কারখানা প্লামি ফ্যাশনের উদ্যোক্তা ও বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক মেহেদী।
আজকের পত্রিকা: পরিবেশবান্ধব কারখানা স্থাপনে যে বৈপ্লবিক পরিবর্তন, এটা কীভাবে সম্ভব হলো?
ফজলুল হক: দেশে এখন দুই শতাধিক গ্রিন ফ্যাক্টরি। নিরাপদ ও পরিবেশবান্ধব কারখানায় বিশ্বে সেরা ৫০ কারখানায়ও বাংলাদেশ শীর্ষে। আমাদের ধারেকাছেও অন্য কোনো দেশ নেই। এ রকম একটি জায়গায় নেতৃত্ব দিত পেরে আমরা সত্যিই গর্বিত। এটা সত্য যে প্লামি ফ্যাশনের কথা বেশি বেশি গণমাধ্যমে আসার কারণে অন্যরা অনুপ্রাণিত হয়েছেন। অনেকে এটাকে হয়তো চ্যালেঞ্জ হিসেবেও নিয়েছেন, যে উনি পারলে অন্যরা কেন পারবেন না। এটা ইতিবাচকভাবে সবাইকে উৎসাহিত করেছে। এখন বিষয়টা এমন হয়েছে যে, কেউ যখন কোনো ফ্যাক্টরি করতে চান, তখন তিনি গ্রিন বা পরিবেশবান্ধব কারখানা ছাড়া চিন্তাই করতে পারছেন না। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ও ভালো লাগার জায়গা। রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনস দুর্ঘটনার পর যে অস্তিত্ব সংকটে পড়েছিল দেশের পোশাক কারখানা, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য হয়তো আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস ছিল। আমরা বিশ্বকে অন্তত একটু নাড়া দিতে পেরেছি। সত্যি কথা হলো, আমরা শুরু থেকেই একটি পরিবেশবান্ধব কারখানা হওয়ার জন্য কাজ করেছি। বাণিজ্যিকভাবে কতটা লাভজনক হব, ব্যাংকঋণ কত নেব–এসব নিয়ে ভাবিনি।
আজকের পত্রিকা: বিশ্ববাজারে মন্দার একটা পদধ্বনি শোনা যাচ্ছে। এ প্রেক্ষাপটে কী কী চ্যালেঞ্জ দেখছেন?
ফজলুল হক: বিজিএমইএ-বিকেএমইএর বাইরে এখনো যেসব কারখানা রয়েছে, সেগুলোর কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন রয়েছে। সে দিকে নজর দেওয়া দরকার। কারণ, ওইসব কারখানায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তার দায়দায়িত্ব অন্য সবার ওপর পড়বে। তখন বিশ্বে যে বদনাম হবে, তখন কে মেম্বার বা কে মেম্বার না, এটা কেউ দেখবে না। আমরা অনেক এগিয়েছি, এটা ঠিক। তারপরও ইতিবাচক ভাবমূর্তির দিকটাতে আরও উন্নতি করতে হবে। না হলে বায়াররা আমাদের ঠকাচ্ছে, ঠিকমতো দর দিচ্ছে না–এদিকে উন্নতি করা কঠিন হবে। তাদের ওই ধারণাটা পাল্টাতে হবে যে, বাংলাদেশে গেলেই ১০ শতাংশ কমে পণ্য কেনা যাবে না। এটা কান্ট্রি ব্র্যান্ডিং দিয়ে করতে হবে।
আজকের পত্রিকা: প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানো বা চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতি কতটুকু?
ফজলুল হক: এটা একটা চলমান প্রক্রিয়া। বিশ্বে যে ধরনেরই প্রযুক্তিগত উন্নতি হোক না কেন, বাংলাদেশের পোশাকমালিকেরা তা করার চেষ্টা করছেন। এখানেও পোশাকমালিকদের ভেতরে একধরনের প্রতিযোগিতা আছে। এখন প্রায় সব ধরনের সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি বাংলাদেশে চলে এসেছে। একটা ভুল ধারণা ছিল যে, রোবট চলে এসেছে। এ কারণে পোশাক খাতে লাখ লাখ কর্মী ছাঁটাই হবে ইত্যাদি। এসব ধারণার কোনো যুক্তি নেই। বাংলাদেশ যে বিপুলসংখ্যক পণ্য উৎপাদন করে, সেখানে রোবট দিয়ে তা করা অনেক ব্যয়বহুল হবে, যা বাস্তবসম্মত নয়। বাংলাদেশের কারখানা এখন যেভাবে এগোচ্ছে আমি মনে করি এটাই ঠিক পথ। শুধু পণ্যের কিছু বৈচিত্র্যকরণ দরকার। আমরা এখন কটনবেসড পোশাকে বাজার নিয়ন্ত্রণ করছি। জনপ্রিয়তা বাড়ছে ম্যানমেইড ফাইবারের। একসময় মনে করা হতো কটন আরামদায়ক। কিন্তু এখন বলা হচ্ছে ম্যানমেইড ফাইবার আরও বেশি আরামদায়ক। এ জায়গায় আমরা পিছিয়ে আছি। যেহেতু আমরা অনেকটাই শীর্ষে অবস্থান করছি, আর প্রবৃদ্ধিও ধরে রাখতে চাই। সুতরাং এ জায়গায় যদি সময়মতো প্রস্তুতি নেওয়া না যায়, তাহলে ঝুঁকি আছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে তা এখনো পর্যাপ্ত নয়। এখানে নীতিসহায়তা, প্রযুক্তি এবং প্রচুর বিনিয়োগ দরকার। বিনিয়োগের ক্ষেত্রে সরকার কোনো নীতিসহায়তা দিতে পারে কি না, সেটা ভেবে দেখার প্রয়োজন রয়েছে।
আজকের পত্রিকা: নির্বাচনের কারণে রাজনীতি-অর্থনীতিতে অনেক উপসর্গ দৃশ্যমান। এতে কোনো শঙ্কা বোধ করছেন কি না?
ফজলুল হক: নির্বাচন ঘিরে অনেক বিতর্ক হচ্ছে। তবে আমি নিজে শঙ্কিত নই। আমি এর অংশ নই। আমাদের দেখার বিষয় হচ্ছে, সামাজিক যে পরিবেশ-পরিস্থিতি সেটা শান্ত আছে কি না? উৎপাদন কোনো ধরনের হুমকির সম্মুখীন হবে না, এটা নিশ্চিত করা। এখন পর্যন্ত যা দেখছি, তাতে আতঙ্কিত হওয়ার মতো কোনো উপসর্গ দেখছি না। ক্রেতাদের থেকেও কোনো অনিশ্চয়তা বা শঙ্কার কিছু পাইনি। রাজনৈতিক দলগুলো তাদের মতো কাজ করবে। সরকারি বা বিরোধী দল হোক–আমরা শুধু এটুকু নিশ্চয়তা পেতে চাই যে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচন নির্বাচনের মতো হবে, কিন্তু অর্থনৈতিক পরিবেশ বা অর্থনীতির চালিকাশক্তির বিপক্ষে গিয়ে যেন কেউ না দাঁড়ায়। তবে এখন পর্যন্ত আমি আতঙ্ক বা দুশ্চিন্তা করার কিছু দেখছি না।
পরিবেশবান্ধব কারখানা স্থাপনে বিশ্বে রীতিমতো বিপ্লব ঘটিয়েছে বাংলাদেশ। একসময়ের অনিরাপদ কারখানার মৃত্যুপুরী হিসেবে পরিচিত বাংলাদেশ বিশ্বে এখন নিরাপদ কারখানার সামনের সারিতে। কীভাবে ঘটল এমন বিস্ময়কর ঘটনা? এসব নিয়ে কথা বলেছেন দেশের প্রথম বিশ্বস্বীকৃতি পাওয়া সবুজ কারখানা প্লামি ফ্যাশনের উদ্যোক্তা ও বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক মেহেদী।
আজকের পত্রিকা: পরিবেশবান্ধব কারখানা স্থাপনে যে বৈপ্লবিক পরিবর্তন, এটা কীভাবে সম্ভব হলো?
ফজলুল হক: দেশে এখন দুই শতাধিক গ্রিন ফ্যাক্টরি। নিরাপদ ও পরিবেশবান্ধব কারখানায় বিশ্বে সেরা ৫০ কারখানায়ও বাংলাদেশ শীর্ষে। আমাদের ধারেকাছেও অন্য কোনো দেশ নেই। এ রকম একটি জায়গায় নেতৃত্ব দিত পেরে আমরা সত্যিই গর্বিত। এটা সত্য যে প্লামি ফ্যাশনের কথা বেশি বেশি গণমাধ্যমে আসার কারণে অন্যরা অনুপ্রাণিত হয়েছেন। অনেকে এটাকে হয়তো চ্যালেঞ্জ হিসেবেও নিয়েছেন, যে উনি পারলে অন্যরা কেন পারবেন না। এটা ইতিবাচকভাবে সবাইকে উৎসাহিত করেছে। এখন বিষয়টা এমন হয়েছে যে, কেউ যখন কোনো ফ্যাক্টরি করতে চান, তখন তিনি গ্রিন বা পরিবেশবান্ধব কারখানা ছাড়া চিন্তাই করতে পারছেন না। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ও ভালো লাগার জায়গা। রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনস দুর্ঘটনার পর যে অস্তিত্ব সংকটে পড়েছিল দেশের পোশাক কারখানা, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য হয়তো আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস ছিল। আমরা বিশ্বকে অন্তত একটু নাড়া দিতে পেরেছি। সত্যি কথা হলো, আমরা শুরু থেকেই একটি পরিবেশবান্ধব কারখানা হওয়ার জন্য কাজ করেছি। বাণিজ্যিকভাবে কতটা লাভজনক হব, ব্যাংকঋণ কত নেব–এসব নিয়ে ভাবিনি।
আজকের পত্রিকা: বিশ্ববাজারে মন্দার একটা পদধ্বনি শোনা যাচ্ছে। এ প্রেক্ষাপটে কী কী চ্যালেঞ্জ দেখছেন?
ফজলুল হক: বিজিএমইএ-বিকেএমইএর বাইরে এখনো যেসব কারখানা রয়েছে, সেগুলোর কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন রয়েছে। সে দিকে নজর দেওয়া দরকার। কারণ, ওইসব কারখানায় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তার দায়দায়িত্ব অন্য সবার ওপর পড়বে। তখন বিশ্বে যে বদনাম হবে, তখন কে মেম্বার বা কে মেম্বার না, এটা কেউ দেখবে না। আমরা অনেক এগিয়েছি, এটা ঠিক। তারপরও ইতিবাচক ভাবমূর্তির দিকটাতে আরও উন্নতি করতে হবে। না হলে বায়াররা আমাদের ঠকাচ্ছে, ঠিকমতো দর দিচ্ছে না–এদিকে উন্নতি করা কঠিন হবে। তাদের ওই ধারণাটা পাল্টাতে হবে যে, বাংলাদেশে গেলেই ১০ শতাংশ কমে পণ্য কেনা যাবে না। এটা কান্ট্রি ব্র্যান্ডিং দিয়ে করতে হবে।
আজকের পত্রিকা: প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানো বা চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতি কতটুকু?
ফজলুল হক: এটা একটা চলমান প্রক্রিয়া। বিশ্বে যে ধরনেরই প্রযুক্তিগত উন্নতি হোক না কেন, বাংলাদেশের পোশাকমালিকেরা তা করার চেষ্টা করছেন। এখানেও পোশাকমালিকদের ভেতরে একধরনের প্রতিযোগিতা আছে। এখন প্রায় সব ধরনের সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি বাংলাদেশে চলে এসেছে। একটা ভুল ধারণা ছিল যে, রোবট চলে এসেছে। এ কারণে পোশাক খাতে লাখ লাখ কর্মী ছাঁটাই হবে ইত্যাদি। এসব ধারণার কোনো যুক্তি নেই। বাংলাদেশ যে বিপুলসংখ্যক পণ্য উৎপাদন করে, সেখানে রোবট দিয়ে তা করা অনেক ব্যয়বহুল হবে, যা বাস্তবসম্মত নয়। বাংলাদেশের কারখানা এখন যেভাবে এগোচ্ছে আমি মনে করি এটাই ঠিক পথ। শুধু পণ্যের কিছু বৈচিত্র্যকরণ দরকার। আমরা এখন কটনবেসড পোশাকে বাজার নিয়ন্ত্রণ করছি। জনপ্রিয়তা বাড়ছে ম্যানমেইড ফাইবারের। একসময় মনে করা হতো কটন আরামদায়ক। কিন্তু এখন বলা হচ্ছে ম্যানমেইড ফাইবার আরও বেশি আরামদায়ক। এ জায়গায় আমরা পিছিয়ে আছি। যেহেতু আমরা অনেকটাই শীর্ষে অবস্থান করছি, আর প্রবৃদ্ধিও ধরে রাখতে চাই। সুতরাং এ জায়গায় যদি সময়মতো প্রস্তুতি নেওয়া না যায়, তাহলে ঝুঁকি আছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে তা এখনো পর্যাপ্ত নয়। এখানে নীতিসহায়তা, প্রযুক্তি এবং প্রচুর বিনিয়োগ দরকার। বিনিয়োগের ক্ষেত্রে সরকার কোনো নীতিসহায়তা দিতে পারে কি না, সেটা ভেবে দেখার প্রয়োজন রয়েছে।
আজকের পত্রিকা: নির্বাচনের কারণে রাজনীতি-অর্থনীতিতে অনেক উপসর্গ দৃশ্যমান। এতে কোনো শঙ্কা বোধ করছেন কি না?
ফজলুল হক: নির্বাচন ঘিরে অনেক বিতর্ক হচ্ছে। তবে আমি নিজে শঙ্কিত নই। আমি এর অংশ নই। আমাদের দেখার বিষয় হচ্ছে, সামাজিক যে পরিবেশ-পরিস্থিতি সেটা শান্ত আছে কি না? উৎপাদন কোনো ধরনের হুমকির সম্মুখীন হবে না, এটা নিশ্চিত করা। এখন পর্যন্ত যা দেখছি, তাতে আতঙ্কিত হওয়ার মতো কোনো উপসর্গ দেখছি না। ক্রেতাদের থেকেও কোনো অনিশ্চয়তা বা শঙ্কার কিছু পাইনি। রাজনৈতিক দলগুলো তাদের মতো কাজ করবে। সরকারি বা বিরোধী দল হোক–আমরা শুধু এটুকু নিশ্চয়তা পেতে চাই যে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচন নির্বাচনের মতো হবে, কিন্তু অর্থনৈতিক পরিবেশ বা অর্থনীতির চালিকাশক্তির বিপক্ষে গিয়ে যেন কেউ না দাঁড়ায়। তবে এখন পর্যন্ত আমি আতঙ্ক বা দুশ্চিন্তা করার কিছু দেখছি না।
করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসি কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি, কৃষি যন্ত্রপাতি ক্রয় ও কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দিয়েছে।
৬ ঘণ্টা আগেএসবিএসি ব্যাংক পিএলসি মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছেন। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে এই কর্মশালা হয়।
৬ ঘণ্টা আগে‘প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এবং কেসিসি উইমেন্স কলেজে দুটি কম্পিউটার ও শিক্ষাসামগ্রী দিয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
৭ ঘণ্টা আগেডেস্কটপ কম্পিউটারে বিশাল মূল্যহ্রাস করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানের এএমডি রাইজেন প্রসেসর সমৃদ্ধ এভিয়ান সিরিজের ডেস্কটপে এই আকর্ষণীয় মূল্যহ্রাস করা হয়েছে। এর আওতায় এভিয়ান ডব্লিউডিপিসি ৩৪০ জি ১৩ মডেলে
৮ ঘণ্টা আগে