নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে সর্বজনীন পেনশন স্কিম। সরকারি চাকরিজীবী ছাড়া দেশের সব নাগরিক এই পেনশন সুবিধার আওতায় আসতে পারবেন। অর্থাৎ বয়স ১৮ বছরের বেশি হলেই পেনশনের স্কিমের জন্য অনলাইনে নিবন্ধন করা যাবে।
সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের যুক্ত থাকার সুযোগ রয়েছে। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যেকোনো বাংলাদেশি নাগরিক তফসিলে বর্ণিত চাঁদার সমপরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রায় প্রদান করে এই স্কিমে অংশ নিতে পারবেন।
আর বিদেশ থেকে দেশে ফিরে এলে তিনি সমপরিমাণ অর্থ টাকায় দিতে পারবেন। শুধু তা-ই নয়; তিনি চাইলে স্কিমের ধরনও পরিবর্তন করতে পারবেন। মেয়াদ শেষে দেশি মুদ্রায় তিনি পেনশন ভোগ করবেন।
এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাস স্কিমে একজন প্রবাসী মাসে ৫ হাজার, ৭ হাজার ৫০০ এবং ১০ হাজার টাকা করে জমা দিতে পারবেন। যিনি ১০ বছর মেয়াদে ৫ হাজার টাকা জমা দেবেন, তিনি পেনশন পাবেন ৭ হাজার ৬৫১ টাকা। তিনি যদি একই মেয়াদে ৭ হাজার ৫০০ টাকা জমা দেন, তবে পেনশন পাবেন ১১ হাজার ৪৭৭ টাকা। আর তিনি যদি একই মেয়াদে ১০ হাজার টাকা জমা দেন, তাহলে পেনশন পাবেন মাসে ১৫ হাজার ৩০২ টাকা।
আর ওই প্রবাসী যদি টানা ৪২ বছর ধরে চাঁদা জমা দিতে থাকেন, তবে ৫ হাজার টাকার বিপরীতে তিনি পাবেন মাসে ১ লাখ ৭২ হাজার ৩২৭ টাকা, ৭ হাজার ৫০০ টাকার বিপরীতে মাসে পেনশন পাবেন ২ লাখ ৫৮ হাজার ৪৯১ টাকা। আর তিনি ১০ হাজার টাকার বিপরীতে পেনশন পাবেন মাসে ৩ লাখ ৪৪ হাজার ৬৫৫ টাকা। আর অন্য মেয়াদের ক্ষেত্রেও নির্দিষ্ট হারে মাসিক ভিত্তিতে তিনি পেনশন পাবেন।
যেসব প্রবাসীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাঁরা পাসপোর্টের কপি দিয়ে নিবন্ধন করবেন। পাসপোর্ট নবায়ন হলে পরে এর কপি দিতে হবে।
প্রবাসীরা নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করে নিবন্ধিত হবেন। তখন তাঁকে একটি ইউনিক আইডি নম্বর দেওয়া হবে। এটি ই-মেইলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাঁকে পাঠানো হবে। নিবন্ধন করার পর অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ব্যাংক হিসাবে চাঁদার টাকা বৈদেশিক মুদ্রায় জমা দেবেন। টাকা জমা দিতে ব্যর্থ হলে পরবর্তী এক মাসের মধ্যে জমা দিতে পারবেন।
এরপরও না পারলে পরে প্রতিদিনের জন্য ১ টাকা হারে জরিমানা দিয়ে চাঁদা জমা দিতে পারবেন। তবে টানা তিন মাস চাঁদা দিতে ব্যর্থ হলে পেনশন স্কিমটি স্থগিত করা হবে। বকেয়া শোধ না করা পর্যন্ত তা স্থগিত থাকবে।
বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে সর্বজনীন পেনশন স্কিম। সরকারি চাকরিজীবী ছাড়া দেশের সব নাগরিক এই পেনশন সুবিধার আওতায় আসতে পারবেন। অর্থাৎ বয়স ১৮ বছরের বেশি হলেই পেনশনের স্কিমের জন্য অনলাইনে নিবন্ধন করা যাবে।
সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীদের যুক্ত থাকার সুযোগ রয়েছে। বিদেশে কর্মরত বা অবস্থানকারী যেকোনো বাংলাদেশি নাগরিক তফসিলে বর্ণিত চাঁদার সমপরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রায় প্রদান করে এই স্কিমে অংশ নিতে পারবেন।
আর বিদেশ থেকে দেশে ফিরে এলে তিনি সমপরিমাণ অর্থ টাকায় দিতে পারবেন। শুধু তা-ই নয়; তিনি চাইলে স্কিমের ধরনও পরিবর্তন করতে পারবেন। মেয়াদ শেষে দেশি মুদ্রায় তিনি পেনশন ভোগ করবেন।
এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রবাস স্কিমে একজন প্রবাসী মাসে ৫ হাজার, ৭ হাজার ৫০০ এবং ১০ হাজার টাকা করে জমা দিতে পারবেন। যিনি ১০ বছর মেয়াদে ৫ হাজার টাকা জমা দেবেন, তিনি পেনশন পাবেন ৭ হাজার ৬৫১ টাকা। তিনি যদি একই মেয়াদে ৭ হাজার ৫০০ টাকা জমা দেন, তবে পেনশন পাবেন ১১ হাজার ৪৭৭ টাকা। আর তিনি যদি একই মেয়াদে ১০ হাজার টাকা জমা দেন, তাহলে পেনশন পাবেন মাসে ১৫ হাজার ৩০২ টাকা।
আর ওই প্রবাসী যদি টানা ৪২ বছর ধরে চাঁদা জমা দিতে থাকেন, তবে ৫ হাজার টাকার বিপরীতে তিনি পাবেন মাসে ১ লাখ ৭২ হাজার ৩২৭ টাকা, ৭ হাজার ৫০০ টাকার বিপরীতে মাসে পেনশন পাবেন ২ লাখ ৫৮ হাজার ৪৯১ টাকা। আর তিনি ১০ হাজার টাকার বিপরীতে পেনশন পাবেন মাসে ৩ লাখ ৪৪ হাজার ৬৫৫ টাকা। আর অন্য মেয়াদের ক্ষেত্রেও নির্দিষ্ট হারে মাসিক ভিত্তিতে তিনি পেনশন পাবেন।
যেসব প্রবাসীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাঁরা পাসপোর্টের কপি দিয়ে নিবন্ধন করবেন। পাসপোর্ট নবায়ন হলে পরে এর কপি দিতে হবে।
প্রবাসীরা নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করে নিবন্ধিত হবেন। তখন তাঁকে একটি ইউনিক আইডি নম্বর দেওয়া হবে। এটি ই-মেইলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাঁকে পাঠানো হবে। নিবন্ধন করার পর অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত ব্যাংক হিসাবে চাঁদার টাকা বৈদেশিক মুদ্রায় জমা দেবেন। টাকা জমা দিতে ব্যর্থ হলে পরবর্তী এক মাসের মধ্যে জমা দিতে পারবেন।
এরপরও না পারলে পরে প্রতিদিনের জন্য ১ টাকা হারে জরিমানা দিয়ে চাঁদা জমা দিতে পারবেন। তবে টানা তিন মাস চাঁদা দিতে ব্যর্থ হলে পেনশন স্কিমটি স্থগিত করা হবে। বকেয়া শোধ না করা পর্যন্ত তা স্থগিত থাকবে।
অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেছেন, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের আন্তর্জাতিক সালিসে যাওয়ার হুমকিতে ভয় পাওয়ার কারণ নেই। দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১০ ঘণ্টা আগেবেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
১৫ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
১৬ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
১৬ ঘণ্টা আগে