এনআরবিসি ব্যাংকের এজিএম ৩০ জুন পর্যন্ত স্থগিত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ জুন ২০২৪, ২৩: ০২

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এনআরবিসি ব্যাংকের ১১ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ জুন পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে ভার্চুয়ালের পরিবর্তে শারীরিক উপস্থিতিতে এজিএম করতে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বরাবর করা আবেদন আগামী ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এ ছাড়া আগামী ৩০ জুন এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। 

এনআরবিসি ব্যাংকের শেয়ার হোল্ডার সোনাওয়ার আলীর করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসাইন। সঙ্গে ছিলেন আইনজীবী আরিফ মঈনুদ্দিন চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

আইনজীবী মোহাম্মদ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘হাইকোর্ট বৃহস্পতিবারের এজিএম স্থগিত করে রুল জারি করেছেন। আর এই বিষয়ে আগামী ৩০ জুন পরবর্তী শুনানি হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত