নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির অভিযোগে তিন ব্যক্তির বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব স্থগিত করা হয়েছে। এ ছাড়াও বিষয়টি অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার বিএসইসির ৯৪৯ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যাঁদের বিও স্থগিত করা হয়েছে, তাঁরা হলেন মো. আজাদ হোসেন পাটোয়ারী, নাসির উদ্দিন আকন্দ ও মো. আখতার হোসেন। তাঁরা সবাই খান ব্রাদার্সের শেয়ার কারসাজিতে জড়িত বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিমের সহযোগী বলে জানা গেছে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেনে কারসাজির সন্দেহে মো. আজাদ হোসেন পাটোয়ারী, নাসির উদ্দিন আকন্দ ও মো. আখতার হোসেনের বিও হিসাবে ডেবিট ট্রানজেকশন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ ছাড়াও সভায় বিষয়টি অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সম্প্রতি খান ব্রাদার্সের শেয়ার কারসাজির অভিযোগে আট ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ৮৬ লাখ টাকা জরিমানা করে বিএসইসি। এ কারসাজিতে নেতৃত্ব দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিকন ফার্মার এমডি মোহাম্মদ এবাদুল করিম। এ কারসাজিতেও আজাদ হোসেন পাটোয়ারী, নাসির উদ্দিন আকন্দ ও মো. আখতার হোসেন জড়িত ছিলেন। কোম্পানিটির শেয়ার কারসাজিতে সহযোগীদের মধ্যে আরও রয়েছেন এবাদুল করিমের দুই সন্তান, তাঁর তিন প্রতিষ্ঠান এবং চার বিনিয়োগকারী।
বিএসইসি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সময়ে খান ব্রাদার্সের শেয়ারের দাম কারসাজি করে বাড়ানোর দায়ে সাত ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মোহাম্মদ এবাদুল করিমকে ৭ লাখ টাকা, তাঁর মেয়ে রিসানা করিমকে ৮ লাখ, তাঁর প্রতিষ্ঠান বিকন ডেভেলপমেন্ট লিমিটেডকে ৬ লাখ, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এমপ্লয়িজ সিপিএফকে ৭ লাখ, বিকন মেডিকেয়ারকে ৭ লাখ, ব্যক্তি বিনিয়োগকারী মো. সোহেল আলমকে ৬ লাখ, আক্তার হোসেনকে ১ লাখ, মো. মিজানুর রহমানকে ৫ লাখ, মো. নাসির উদ্দিন আকন্দকে ১ লাখ ও আজাদ হোসেন পাটোয়ারীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেই হিসাবে আলোচ্য সময়ে শেয়ার কারসাজির জন্য ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ২০২৩ সালের ৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারের দাম কারসাজি করে বাড়ানোর দায়ে তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদ এবাদুল করিমকে ৬ লাখ টাকা, তাঁর মেয়ে রিসানা করিমকে ৬ লাখ, তাঁর ছেলে উলফাত করিমকে ৬ লাখ, তাঁর প্রতিষ্ঠান বিকন ডেভেলপমেন্ট লিমিটেডকে ৬ লাখ, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এমপ্লয়িজ সিপিএফকে ৬ লাখ ও বিকন মেডিকেয়ারকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই হিসাবে আলোচ্য সময়ে শেয়ার কারসাজির জন্য ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়।
গত এক বছরে খান ব্রাদার্সের শেয়ার সর্বনিম্ন ৭৬ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ২০৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটি লেনদেন হয় ১৫৫ টাকা ৪০ পয়সায়।
পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির অভিযোগে তিন ব্যক্তির বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব স্থগিত করা হয়েছে। এ ছাড়াও বিষয়টি অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার বিএসইসির ৯৪৯ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যাঁদের বিও স্থগিত করা হয়েছে, তাঁরা হলেন মো. আজাদ হোসেন পাটোয়ারী, নাসির উদ্দিন আকন্দ ও মো. আখতার হোসেন। তাঁরা সবাই খান ব্রাদার্সের শেয়ার কারসাজিতে জড়িত বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিমের সহযোগী বলে জানা গেছে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেনে কারসাজির সন্দেহে মো. আজাদ হোসেন পাটোয়ারী, নাসির উদ্দিন আকন্দ ও মো. আখতার হোসেনের বিও হিসাবে ডেবিট ট্রানজেকশন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ ছাড়াও সভায় বিষয়টি অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সম্প্রতি খান ব্রাদার্সের শেয়ার কারসাজির অভিযোগে আট ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ৮৬ লাখ টাকা জরিমানা করে বিএসইসি। এ কারসাজিতে নেতৃত্ব দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিকন ফার্মার এমডি মোহাম্মদ এবাদুল করিম। এ কারসাজিতেও আজাদ হোসেন পাটোয়ারী, নাসির উদ্দিন আকন্দ ও মো. আখতার হোসেন জড়িত ছিলেন। কোম্পানিটির শেয়ার কারসাজিতে সহযোগীদের মধ্যে আরও রয়েছেন এবাদুল করিমের দুই সন্তান, তাঁর তিন প্রতিষ্ঠান এবং চার বিনিয়োগকারী।
বিএসইসি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সময়ে খান ব্রাদার্সের শেয়ারের দাম কারসাজি করে বাড়ানোর দায়ে সাত ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মোহাম্মদ এবাদুল করিমকে ৭ লাখ টাকা, তাঁর মেয়ে রিসানা করিমকে ৮ লাখ, তাঁর প্রতিষ্ঠান বিকন ডেভেলপমেন্ট লিমিটেডকে ৬ লাখ, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এমপ্লয়িজ সিপিএফকে ৭ লাখ, বিকন মেডিকেয়ারকে ৭ লাখ, ব্যক্তি বিনিয়োগকারী মো. সোহেল আলমকে ৬ লাখ, আক্তার হোসেনকে ১ লাখ, মো. মিজানুর রহমানকে ৫ লাখ, মো. নাসির উদ্দিন আকন্দকে ১ লাখ ও আজাদ হোসেন পাটোয়ারীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। সেই হিসাবে আলোচ্য সময়ে শেয়ার কারসাজির জন্য ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে ২০২৩ সালের ৫ মার্চ থেকে ১৩ জুলাই পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারের দাম কারসাজি করে বাড়ানোর দায়ে তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদ এবাদুল করিমকে ৬ লাখ টাকা, তাঁর মেয়ে রিসানা করিমকে ৬ লাখ, তাঁর ছেলে উলফাত করিমকে ৬ লাখ, তাঁর প্রতিষ্ঠান বিকন ডেভেলপমেন্ট লিমিটেডকে ৬ লাখ, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এমপ্লয়িজ সিপিএফকে ৬ লাখ ও বিকন মেডিকেয়ারকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই হিসাবে আলোচ্য সময়ে শেয়ার কারসাজির জন্য ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়।
গত এক বছরে খান ব্রাদার্সের শেয়ার সর্বনিম্ন ৭৬ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ২০৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটি লেনদেন হয় ১৫৫ টাকা ৪০ পয়সায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার এক ঘোষণায় বিভিন্ন দেশের পণ্যের ওপর উচ্চ হারে নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত জানিয়েছেন। পাল্টাপাল্টি শুল্ক আরোপের এ তালিকায় বাদ পড়েনি বাংলাদেশের নামও। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশি পণ্যের ওপর বাড়তি ৩৭ শতাংশ শুল্ক যুক্ত হয়েছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানিয়েছিলেন, তখন ধারণা করা হয়েছিল, তিনি এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন। তবে তা হলো না। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার বিকেলে হোয়াইট হাউস থেকে নতুন শুল্ক ঘোষণা করলেন তিনি।
১ ঘণ্টা আগেমার্কিন শেয়ারবাজারে গতকাল বৃহস্পতিবার প্রি-মার্কেট ট্রেডিংয়ে ক্রিপ্টোসংশ্লিষ্ট স্টকগুলো বড় ধরনের পতনের মুখে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ শুল্ক আরোপের ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে, বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনা বাড়িয়েছে এবং ঝুঁকিপূর্ণ সম্পদগুলোর বিক্রির ব্যাপক...
১ ঘণ্টা আগেট্রাম্পের ঘোষণার পর প্রাথমিক লেনদেনে এসঅ্যান্ডপি-৫০০ সূচক ৩ দশমিক ৩ শতাংশ পড়ে গেছে, যা অন্যান্য প্রধান শেয়ারবাজারের তুলনায় বেশি। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সকাল ৯টা ৫০ মিনিটে (পূর্বাঞ্চলীয় সময়) ১ হাজার ২০৪ পয়েন্ট বা ২ দশমিক ৯ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচকও ৪ দশমিক ৩ শতাংশ নিচে...
৬ ঘণ্টা আগে