মন্ত্রিসভার বৈঠকে রপ্তানি নীতির খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২৮

করোনা মহামারির মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ছাড়াও কৃত্রিম ফাইবার, হালাল পণ্য ও ফ্রিল্যান্সিং খাতকে অন্তর্ভুক্ত করে রপ্তানি নীতি ২০২১-২০২৪ অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই নীতির খসড়া অনুমোদন দেওয়া হয়। 

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকর আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, রপ্তানিখাতের চাহিদা ও বিশ্ব বাণিজ্য পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নীতি প্রণয়নের জন্য তিন বছর পর পর রপ্তানি নীতি পরিবর্তন করা হয়। 

রপ্তানি নীতিতে প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়েছে জানিয়ে আনোয়ারুল বলেন, কীভাবে আরও বেশি বিদেশি ফান্ড আনা যায়, কীভাবে রপ্তানি বৃদ্ধি করা যায় এটা রাখা হয়েছে। কিছু সম্ভাবনাময় নতুন খাত যেমন কৃত্রিম ফাইবার, হালাল পণ্য ও ফ্যাশন, মেডিকেল ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পিপিই এবং ফ্রিল্যন্সিং খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। 

‘ডব্লিউটিওর বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যসেবা বহুমুখীকরণে অগ্রধিকারমূলক পণ্যসেবাখাত চিহ্নিতকরণ, রপ্তানি শিল্পের পশ্চাৎ ও অগ্র সংযোজন শিল্প স্থাপনে সহায়তা করা, শ্রমনির্ভর রপ্তানিখাত গুরুত্ব দেওয়া, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ সহজীকরণে সমন্বিত কার্যক্রম গ্রহণে রপ্তানী নীতিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।’ 

বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উঠেছে, সে বিষয়টিকেও রপ্তানি নীতিতে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব, ইইউতে তিন বছরের গ্রেস পিরিয়ড এবং ইকোনোমিক ডিপ্লোমেসিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের রাষ্ট্রদূতরা ডিপ্লোমেটিক কাজের পাশাপাশি ইকোনোমিক প্রমোশন, ক্যাম্পেইন এক্সপোর্ট ইমপোর্টে বিশেষ দৃষ্টি দেবেন। 

আনোয়ারুল বলেন, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের রপ্তানিতে সম্পৃক্ত করতে সুনির্দিষ্ট নীতি বিবেচনায় রাখা হয়েছে। ব্যবসা ও বিনিয়োগ সহজীকরণে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে। আমরা যেন সবপ্রাইমারি গুডস যাতে দেশের বাইরে পাঠিয়ে না দেই। যেমন তুরস্ক আমাদের কাছ থেকে কাঁচা পাট নিয়ে সেগুলো প্রসেজ করে ইউরোপের বাজারে দেয়। আমরা অবশ্যই কাঁচা পাট রপ্তানি করব, পাশাপাশি পাটের তৈরি ফাইনাল প্রডাক্টও যদি রপ্তানি করতে পারি তাহলে বেশি ভ্যালু অ্যাড হবে। এগুলোকে নীতিতে প্রটেকশন দেওয়ার জন্য কিছু বিধিবিধান আনা হয়েছে। এ ছাড়া রপ্তানি পণ্য নিষিদ্ধ তালিকা হালনাগাদ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত