ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের কৃষি খাত এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অদক্ষতা ও অনিয়মের প্রভাব গভীর সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, ‘কৃষি খাতে আমাদের অনেক সাফল্য থাকলেও নানা অনিয়ম ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সেই সাফল্য টেকসই হচ্ছে না। যৌক্তিক সংস্কার ছাড়া এ খাতের উন্নয়ন অসম্ভব।’
গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
বাণিজ্য উপদেষ্টা বলেন, কৃষি বাংলাদেশের গর্বের জায়গা, কিন্তু বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংসযজ্ঞ কৃষি খাতেও অসামঞ্জস্যতা তৈরি করেছে। বীজ, সারসহ কৃষি উৎপাদনের মূল উপকরণগুলো নষ্ট করার জন্য কোনো বিভাগই রেহাই পায়নি। প্রতিটি জায়গায় গুটিকয়েক মানুষের একচ্ছত্র আধিপত্য কৃষি ও সরকারি সংস্থাগুলোর কার্যক্রমকে পঙ্গু করেছে।
বশির উদ্দিন উল্লেখ করেন, সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মতো প্রতিষ্ঠানও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির শিকার। মাত্র ১৪২ জন কর্মকর্তা-কর্মচারীর এই প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট সাড়ে ১১ হাজার কোটি টাকা। এটি হাস্যকর! ফ্যামিলি কার্ড বিতরণ এবং ডিলার নির্ধারণের মতো কাজেও অনিয়ম দেখা গেছে।
বশির উদ্দিন বলেন, একদিকে সঠিক পরিকল্পনা, নির্ভুল তথ্য এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার অভাবে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানের তথ্য প্রায়ই বাস্তবতার সঙ্গে মেলে না, যা সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করছে। এই বাস্তবতায় কৃষি খাত ও প্রতিষ্ঠানগুলোতে যৌক্তিক সংস্কার জরুরি।
উপদেষ্টা বলেন, ‘বাজারে পণ্যের ঘাটতি হলে তা মেটাতে দেশি বা বিদেশি পণ্য সংগ্রহ করে স্থিতিশীল করা আমার কাজ। গতকাল ভোজ্যতেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে, যদি এটি না বাড়ানো হতো, তবে দীর্ঘ মেয়াদে ক্ষতির কারণ হতো।’
বশির উদ্দিন রমজান উপলক্ষে সুখবর দিয়ে বলেন, ‘ইনশা আল্লাহ, আগামী রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল বা নিম্নগামী থাকবে।’ তবে আলুর দাম কমাতে ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘এ বছর থেকে শিক্ষা নিয়ে আগামী বছর আরও ভালো করব।’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভুল তথ্য শুধু বিদেশ থেকে নয়, দেশের সাংবাদিকেরাও অনেক সময় সঠিক তথ্য তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন। দেশে দুই ডিজিটের মূল্যস্ফীতি থাকলেও অনেক পণ্যের দাম কমেছে, কিন্তু টক শো বা নিউজে এসব বিষয় দেখানো হচ্ছে না।
আহসান খান চৌধুরী বলেন, ‘নেদারল্যান্ডস ও থাইল্যান্ড প্রক্রিয়াজাত খাদ্যপণ্য থেকে বিশাল আয় করছে, অথচ আমাদের কৃষিপণ্যের মাত্র ১ শতাংশ প্রক্রিয়াজাত হয়। কেন আমরা এই দেশগুলোর তুলনায় পিছিয়ে আছি? এ বিষয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
১০ সাংবাদিক পেলেন কৃষি পুরস্কার
অনুষ্ঠানে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে সেরা প্রতিবেদন তৈরি করার জন্য ১০ সাংবাদিককে তিনটি ক্যাটাগরিতে সম্মাননা জানানো হয়। ইআরএফ এবং প্রাণ গ্রুপ যৌথভাবে তাঁদের পুরস্কৃত করে এবং বাণিজ্য উপদেষ্টা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম হয়েছেন জিয়াদুল ইসলাম (আমাদের সময়) ও আলমগীর হোসেন (সময়ের আলো), দ্বিতীয় হয়েছেন জসিম উদ্দিন হারুন ও এফএইচএম হুমায়ূন কবির (দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), তৃতীয় হয়েছেন সাহানোয়ার সাইদ শাহীন (কালের কণ্ঠ)। অনলাইনে প্রথম ইব্রাহিম হোসেন অভি (জাগোনিউজ ২৪.কম), দ্বিতীয় মিজানুর রহমান চৌধুরী (যুগান্তর)। টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম তৌহিদ হোসেন পাপন (যমুনা টেলিভিশন), দ্বিতীয় তৌহিদুর রহমান (একুশে টিভি) ও হরিপদ সাহা (ইনডিপেনডেন্ট টিভি)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মিরধা, সাধারণ সম্পাদক আবুল কাশেম ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশের কৃষি খাত এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অদক্ষতা ও অনিয়মের প্রভাব গভীর সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, ‘কৃষি খাতে আমাদের অনেক সাফল্য থাকলেও নানা অনিয়ম ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সেই সাফল্য টেকসই হচ্ছে না। যৌক্তিক সংস্কার ছাড়া এ খাতের উন্নয়ন অসম্ভব।’
গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
বাণিজ্য উপদেষ্টা বলেন, কৃষি বাংলাদেশের গর্বের জায়গা, কিন্তু বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংসযজ্ঞ কৃষি খাতেও অসামঞ্জস্যতা তৈরি করেছে। বীজ, সারসহ কৃষি উৎপাদনের মূল উপকরণগুলো নষ্ট করার জন্য কোনো বিভাগই রেহাই পায়নি। প্রতিটি জায়গায় গুটিকয়েক মানুষের একচ্ছত্র আধিপত্য কৃষি ও সরকারি সংস্থাগুলোর কার্যক্রমকে পঙ্গু করেছে।
বশির উদ্দিন উল্লেখ করেন, সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মতো প্রতিষ্ঠানও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির শিকার। মাত্র ১৪২ জন কর্মকর্তা-কর্মচারীর এই প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট সাড়ে ১১ হাজার কোটি টাকা। এটি হাস্যকর! ফ্যামিলি কার্ড বিতরণ এবং ডিলার নির্ধারণের মতো কাজেও অনিয়ম দেখা গেছে।
বশির উদ্দিন বলেন, একদিকে সঠিক পরিকল্পনা, নির্ভুল তথ্য এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার অভাবে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানের তথ্য প্রায়ই বাস্তবতার সঙ্গে মেলে না, যা সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করছে। এই বাস্তবতায় কৃষি খাত ও প্রতিষ্ঠানগুলোতে যৌক্তিক সংস্কার জরুরি।
উপদেষ্টা বলেন, ‘বাজারে পণ্যের ঘাটতি হলে তা মেটাতে দেশি বা বিদেশি পণ্য সংগ্রহ করে স্থিতিশীল করা আমার কাজ। গতকাল ভোজ্যতেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে, যদি এটি না বাড়ানো হতো, তবে দীর্ঘ মেয়াদে ক্ষতির কারণ হতো।’
বশির উদ্দিন রমজান উপলক্ষে সুখবর দিয়ে বলেন, ‘ইনশা আল্লাহ, আগামী রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল বা নিম্নগামী থাকবে।’ তবে আলুর দাম কমাতে ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘এ বছর থেকে শিক্ষা নিয়ে আগামী বছর আরও ভালো করব।’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভুল তথ্য শুধু বিদেশ থেকে নয়, দেশের সাংবাদিকেরাও অনেক সময় সঠিক তথ্য তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন। দেশে দুই ডিজিটের মূল্যস্ফীতি থাকলেও অনেক পণ্যের দাম কমেছে, কিন্তু টক শো বা নিউজে এসব বিষয় দেখানো হচ্ছে না।
আহসান খান চৌধুরী বলেন, ‘নেদারল্যান্ডস ও থাইল্যান্ড প্রক্রিয়াজাত খাদ্যপণ্য থেকে বিশাল আয় করছে, অথচ আমাদের কৃষিপণ্যের মাত্র ১ শতাংশ প্রক্রিয়াজাত হয়। কেন আমরা এই দেশগুলোর তুলনায় পিছিয়ে আছি? এ বিষয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
১০ সাংবাদিক পেলেন কৃষি পুরস্কার
অনুষ্ঠানে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে সেরা প্রতিবেদন তৈরি করার জন্য ১০ সাংবাদিককে তিনটি ক্যাটাগরিতে সম্মাননা জানানো হয়। ইআরএফ এবং প্রাণ গ্রুপ যৌথভাবে তাঁদের পুরস্কৃত করে এবং বাণিজ্য উপদেষ্টা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম হয়েছেন জিয়াদুল ইসলাম (আমাদের সময়) ও আলমগীর হোসেন (সময়ের আলো), দ্বিতীয় হয়েছেন জসিম উদ্দিন হারুন ও এফএইচএম হুমায়ূন কবির (দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), তৃতীয় হয়েছেন সাহানোয়ার সাইদ শাহীন (কালের কণ্ঠ)। অনলাইনে প্রথম ইব্রাহিম হোসেন অভি (জাগোনিউজ ২৪.কম), দ্বিতীয় মিজানুর রহমান চৌধুরী (যুগান্তর)। টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম তৌহিদ হোসেন পাপন (যমুনা টেলিভিশন), দ্বিতীয় তৌহিদুর রহমান (একুশে টিভি) ও হরিপদ সাহা (ইনডিপেনডেন্ট টিভি)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মিরধা, সাধারণ সম্পাদক আবুল কাশেম ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লভ্যাংশের ওপর উৎসে কর ফাঁকি এবং এর ফলে আরোপিত জরিমানার অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১১২ কোটি ৮০ লাখ টাকা।
৮ ঘণ্টা আগেদেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর কাজ চলছে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাও সন্তোষজনক পর্যায়ে। এর পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ধনিক শ্রেণির (অলিগার্ক) প্রভাব কমানোর মতো বড় চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিলে ২০২৫ সালের মধ্যে অর্থনীতিতে ইতিব
৮ ঘণ্টা আগেদেশের শীর্ষ ১০ ব্যবসায়ী গ্রুপ এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ তদন্তে যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই টিম আন্তসংস্থা টাস্কফোর্সের অধীনে কাজ করবে। অভিযোগ ওঠা গ্রুপগুলো হলো এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন...
১০ ঘণ্টা আগেজনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার গত বৃহস্পতিবার চট্টগ্রাম নিউ মার্কেটে নতুন শাখার উদ্বোধন করেছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতিমান অভিনেত্রী ও মডেল নাভিলা ইসলাম ও কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিনুল ইসলাম শামীম।
১০ ঘণ্টা আগে