জাপানের সঙ্গে বাণিজ্য বাড়াতে ৮ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
গত মঙ্গলবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সঙ্গে জেবিসিসিআইয়ের সভাপতি তারিক রাফি ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। ছবি: আজকের পত্রিকা

জাপানের সঙ্গে বাণিজ্য বাড়াতে ৮টি সুপারিশ দিয়েছে জাপান–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই)। গত মঙ্গলবার জেবিসিসিআইয়ের সভাপতি তারিক রাফি ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সঙ্গে সাক্ষাৎ করে এই সুপারিশ দেন।

এ সময় জাপানের সঙ্গে চলমান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টকে (ইপিএ) কেন্দ্র করে জেবিসিসিআইয়ের অংশগ্রহণ এবং কার্যক্রম নিয়ে সভায় আলোচনা হয়। একই সঙ্গে সম্প্রতি প্রকাশিত জেবিসিসিআইয়ের ইপিএ প্রতিবেদন বাণিজ্য উপদেষ্টার হাতে তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দ।

আজ বৃহস্পতিবার জেবিসিসিআই পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়।

বৈঠককালে, জেবিসিসি নেতৃবৃন্দ আর্থিক বিধি বা নিয়ম, ব্যবসায়িক পরিবেশ, কর ব্যবস্থা এবং ব্যবসায়িক কার্যক্রমকে প্রভাবিত করে এমন অন্যান্য চ্যালেঞ্জের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ জন্য সংগঠনের পক্ষ থেকে ৮টি সুপারিশ উপস্থাপন করা হয়। এগুলো হলো–ইপিএ সম্পর্কিত কমিটি এবং কার্যক্রমে জেবিসিসি প্রতিনিধি অন্তর্ভুক্ত করা। জটিল কর ব্যবস্থা পর্যালোচনা এবং সরলীকরণ এবং অসঙ্গত করায়ন নীতি সম্বোধন করা। প্রশাসনিক ব্যবস্থা, কাস্টমস ক্লিয়ারেন্স এবং ব্যবসায়িক বিভিন্ন নিবন্ধন সনদ প্রাপ্তিসহ আরও স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে।

কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট), ভিসার মানদণ্ড এবং প্রবাসীদের জন্য নিরাপত্তার ক্লিয়ারেন্স গ্রহণ প্রক্রিয়া সহজতর করতে হবে। ব্যবসা করা সহজ করার জন্য আর্থিক বিধি-নিয়ম শিথিল করতে হবে। স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ তৈরির জন্য নীতিগত অসংগতি চিহ্নিত করতে হবে। দক্ষতা বৃদ্ধির জন্য সরকারি সংস্থা গুলিকে পুনর্গঠন করতে হবে। ব্যবসা-বাণিজ্যের যাবতীয় লাইসেন্সের নবায়নের মেয়াদ বাড়ানো প্রয়োজন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জেবিসিসিআই প্রতিনিধিদলের কার্যক্রমকে স্বাগত জানান এবং আশ্বস্ত করেন সরকার বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত