আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্পের অধীন মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। টার্মিনালটি নির্মাণে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী আবুধাবি পোর্ট গ্রুপ (এডি পোর্ট)। আজ ঢাকায় হোটেল ওয়েস্টিনে চট্টগ্রাম বন্দর ও আবুধাবি পোর্ট গ্রুপের সঙ্গে এমওইউ স্বাক্ষরিত হবে।
এতে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আবুধাবি পোর্ট গ্রুপের প্রতিনিধিদল, এডি পোর্ট গ্রুপের বাংলাদেশের এজেন্ট সাইফ পাওয়ারটেকের প্রতিনিধিদল উপস্থিত থাকবেন।
এই মাল্টিপারপাস টার্মিনালটি নির্মিত হলে চট্টগ্রাম বন্দর বছরে ১ মিলিয়ন টিইইউ কনটেইনার এবং ৭ মিলিয়ন টন কার্গো হ্যান্ডলিং করতে পারবে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।
বে টার্মিনাল প্রকল্পে বিদেশি বিনিয়োগ সম্পর্কে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল বলেন, ‘দেশের অন্যতম মেগা প্রকল্প বে টার্মিনাল। এই প্রকল্পে আবুধাবি পোর্ট গ্রুপের ১ বিলিয়ন ডলার বিনিয়োগ সহায়তায় মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ করবে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের সঙ্গে মাল্টিপারপাস টার্মিনাল করার জন্য যে আশা প্রকাশ করেছিল, সেটি আমরা প্রাথমিকভাবে গ্রহণ করেছি।’
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আবুধাবি পোর্ট গ্রুপের সঙ্গে নন-বাইন্ডিং এমওইউ করতে যাচ্ছে। এডি পোর্ট গ্রুপের লোকাল এজেন্ট এই এমওইউ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করছে।
বর্তমান চট্টগ্রাম বন্দর থেকে ছয় কিলোমিটার দূরে পতেঙ্গা হালিশহর এলাকার সাগর উপকূলে মোট আড়াই হাজার একর জমিতে গড়ে উঠছে বে টার্মিনাল প্রকল্প। এই প্রকল্পে মোট চারটি টার্মিনাল নির্মিত হবে। এর মধ্যে আবুধাবি পোর্ট গ্রুপের বিনিয়োগ সহায়তায় মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বে টার্মিনাল প্রকল্পে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগে পিএসএ সিঙ্গাপুর কনটেইনার টার্মিনাল-১ এবং ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ড কনটেইনার টার্মিনাল-২ নির্মাণ করবে। লিকুইড কার্গো টার্মিনালে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইস্ট কোস্ট গ্রুপ ও তাদের বিদেশি সহযোগী প্রতিষ্ঠান।
চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্পের অধীন মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। টার্মিনালটি নির্মাণে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী আবুধাবি পোর্ট গ্রুপ (এডি পোর্ট)। আজ ঢাকায় হোটেল ওয়েস্টিনে চট্টগ্রাম বন্দর ও আবুধাবি পোর্ট গ্রুপের সঙ্গে এমওইউ স্বাক্ষরিত হবে।
এতে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আবুধাবি পোর্ট গ্রুপের প্রতিনিধিদল, এডি পোর্ট গ্রুপের বাংলাদেশের এজেন্ট সাইফ পাওয়ারটেকের প্রতিনিধিদল উপস্থিত থাকবেন।
এই মাল্টিপারপাস টার্মিনালটি নির্মিত হলে চট্টগ্রাম বন্দর বছরে ১ মিলিয়ন টিইইউ কনটেইনার এবং ৭ মিলিয়ন টন কার্গো হ্যান্ডলিং করতে পারবে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।
বে টার্মিনাল প্রকল্পে বিদেশি বিনিয়োগ সম্পর্কে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল বলেন, ‘দেশের অন্যতম মেগা প্রকল্প বে টার্মিনাল। এই প্রকল্পে আবুধাবি পোর্ট গ্রুপের ১ বিলিয়ন ডলার বিনিয়োগ সহায়তায় মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ করবে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরের সঙ্গে মাল্টিপারপাস টার্মিনাল করার জন্য যে আশা প্রকাশ করেছিল, সেটি আমরা প্রাথমিকভাবে গ্রহণ করেছি।’
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আবুধাবি পোর্ট গ্রুপের সঙ্গে নন-বাইন্ডিং এমওইউ করতে যাচ্ছে। এডি পোর্ট গ্রুপের লোকাল এজেন্ট এই এমওইউ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করছে।
বর্তমান চট্টগ্রাম বন্দর থেকে ছয় কিলোমিটার দূরে পতেঙ্গা হালিশহর এলাকার সাগর উপকূলে মোট আড়াই হাজার একর জমিতে গড়ে উঠছে বে টার্মিনাল প্রকল্প। এই প্রকল্পে মোট চারটি টার্মিনাল নির্মিত হবে। এর মধ্যে আবুধাবি পোর্ট গ্রুপের বিনিয়োগ সহায়তায় মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বে টার্মিনাল প্রকল্পে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগে পিএসএ সিঙ্গাপুর কনটেইনার টার্মিনাল-১ এবং ১ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ড কনটেইনার টার্মিনাল-২ নির্মাণ করবে। লিকুইড কার্গো টার্মিনালে ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ইস্ট কোস্ট গ্রুপ ও তাদের বিদেশি সহযোগী প্রতিষ্ঠান।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সদস্যদের জামানতবিহীন ঋণ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংক এবং বেসিস-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১ মিনিট আগেদেশে গত বোরো মৌসুমের পরই বাড়তে থাকে চালের দাম। ক্রেতাদের আশা ছিল, আমন মৌসুম শুরু হলে দাম কমবে। কিন্তু আশা দুরাশাই রয়ে গেছে এখন পর্যন্ত। মোকামে আমন ধান আসতে শুরু করলেও চালের বাজারে খুব একটা প্রভাব নেই। শুধু তা-ই নয়, সরকার চাল আমদানির অনুমতি দিয়েও পণ্যটির দাম কমিয়ে আনতে পারছে না।
১ ঘণ্টা আগেআসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। পাশাপাশি রোজার ইফতারির অন্যতম অনুষঙ্গ এই পণ্যের ওপর থাকা অগ্রিম করও পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। সরকারের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তবে খেজুর আমদানির অযৌক্তিক ট্যারিফ ভ্যালু...
১০ ঘণ্টা আগেদেশের বাজারে ফের সোনার দাম বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট সোনার ভরির নতুন দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। দাম বৃদ্ধির কারণ ও বিস্তারিত জানতে পড়ুন।
১০ ঘণ্টা আগে