সুনামগঞ্জ প্রতিনিধি
বাজার পরিস্থিতি খারাপের কথা মেনে নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাজার পরিস্থিতি খারাপ এটা আমরাও বলি। কম আয় যাদের তাদের কষ্ট বেশি, আমার মতো লোকের কষ্ট কম। এমন লোক আছে, পণ্যের এই দাম তার গায়েই লাগে না। আবার এমনও লোক আছে, যত দামই হোক সে ব্যাংককে বাজার করে লন্ডনে খায়।’
আজ শুক্রবার সকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার প্রকৌশলীর বাস্তবায়নকৃত ঝিলমিল অডিটোরিয়ামের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নিম্ন আয়ের মানুষের জন্য সরকার বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে। ট্রাকে করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। কম দামে ১ কোটি পরিবারকে চাল দিচ্ছে সরকার। আমাদের দারিদ্র্যের সংখ্যা ১৮ ভাগ, তবে আমরা ২৫ ভাগকে ১ কোটির মধ্যে দিচ্ছি। কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট লাঘবের জন্য আমাদের সরকার আমাদের প্রধানমন্ত্রী খোঁজ-খবর রাখছেন। আমি আশা করি অগ্রহায়ণ মাসের পরে ধান উঠে যাওয়ার পর চালের দাম কিছুটা কমে আসবে।’
বিএনপির চলমান অবরোধ-হরতাল প্রসঙ্গে এম এ মান্নান বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ার জন্য আইন আছে আর সেই আইন মানলেই নির্বাচন সুষ্ঠু হবে। সরকার শুধু আইন মানবে সেটা নয়, সব রাজনৈতিক দলকে তা মানতে হবে। যারা ট্রাকে-বাসে আগুন দেয়, ঢিল মারে, তাদেরও আইনের আওতায় আসতে হবে। যারা বাস ভাঙার নেতৃত্ব দেয়, তারা যদি আমাদের ভুলে কোনো কারণে এমপি হয়ে যায়, মহাখবর আছে, সংসদে গেলে আরও খবর আছে।’
আওয়ামী লীগ সরকারের ওপর বিদেশি কোনো চাপ রয়েছে কি না—এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কোনো চাপ নেই, কিসের চাপ থাকবে? গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা পাঁচ-ছয় ঘণ্টা সভা করেছি, ওনাকে দেখে তো মনে হলো না উনি চাপে আছেন। যদি চাপ থাকত, তাহলে প্রতি সপ্তাহে আমি বাড়িতে আসতাম না।’
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুল আলম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূর হোসেন প্রমুখ।
বাজার পরিস্থিতি খারাপের কথা মেনে নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাজার পরিস্থিতি খারাপ এটা আমরাও বলি। কম আয় যাদের তাদের কষ্ট বেশি, আমার মতো লোকের কষ্ট কম। এমন লোক আছে, পণ্যের এই দাম তার গায়েই লাগে না। আবার এমনও লোক আছে, যত দামই হোক সে ব্যাংককে বাজার করে লন্ডনে খায়।’
আজ শুক্রবার সকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার প্রকৌশলীর বাস্তবায়নকৃত ঝিলমিল অডিটোরিয়ামের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নিম্ন আয়ের মানুষের জন্য সরকার বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে। ট্রাকে করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। কম দামে ১ কোটি পরিবারকে চাল দিচ্ছে সরকার। আমাদের দারিদ্র্যের সংখ্যা ১৮ ভাগ, তবে আমরা ২৫ ভাগকে ১ কোটির মধ্যে দিচ্ছি। কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট লাঘবের জন্য আমাদের সরকার আমাদের প্রধানমন্ত্রী খোঁজ-খবর রাখছেন। আমি আশা করি অগ্রহায়ণ মাসের পরে ধান উঠে যাওয়ার পর চালের দাম কিছুটা কমে আসবে।’
বিএনপির চলমান অবরোধ-হরতাল প্রসঙ্গে এম এ মান্নান বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ার জন্য আইন আছে আর সেই আইন মানলেই নির্বাচন সুষ্ঠু হবে। সরকার শুধু আইন মানবে সেটা নয়, সব রাজনৈতিক দলকে তা মানতে হবে। যারা ট্রাকে-বাসে আগুন দেয়, ঢিল মারে, তাদেরও আইনের আওতায় আসতে হবে। যারা বাস ভাঙার নেতৃত্ব দেয়, তারা যদি আমাদের ভুলে কোনো কারণে এমপি হয়ে যায়, মহাখবর আছে, সংসদে গেলে আরও খবর আছে।’
আওয়ামী লীগ সরকারের ওপর বিদেশি কোনো চাপ রয়েছে কি না—এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কোনো চাপ নেই, কিসের চাপ থাকবে? গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা পাঁচ-ছয় ঘণ্টা সভা করেছি, ওনাকে দেখে তো মনে হলো না উনি চাপে আছেন। যদি চাপ থাকত, তাহলে প্রতি সপ্তাহে আমি বাড়িতে আসতাম না।’
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুল আলম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূর হোসেন প্রমুখ।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের পাঠানো অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়েছে, তা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যদি এই অর্থ দেশের স্বার্থবিরোধী কোনো উদ্দেশ্যে বা উদ্দেশ্যমূলক কোনো ইস্যুতে ব্যবহৃত হয়, তাহলে তা খতিয়ে দেখা হবে।
২ ঘণ্টা আগেআকাশপথে ভ্রমণের ক্ষেত্রে হঠাৎ করেই বাড়তি আবগারি শুল্ক কার্যকর করায় তৈরি হওয়া জটিলতা সামলাতে গত ৯ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনাদায়ি শুল্কে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ জারি করার কথা জানিয়েছে সংস্থাটি।
৪ ঘণ্টা আগেবসন্ত এসে গেছে, প্রাণ ফিরে পেয়েছে লেক সিটি কনকর্ড প্রাঙ্গণ। বসন্তের বর্ণাঢ্য আয়োজন নিয়ে রাজধানীর খিলক্ষেতে অবস্থিত ঢাকার প্রথম স্যাটেলাইট টাউন লেক সিটি কনকর্ডে ২১-২২ ফেব্রুয়ারি, ২০২৫ কনকর্ড গ্রুপ আয়োজন করেছিল দুই দিনব্যাপী ‘কনকর্ড বসন্ত উৎসব ১৪৩১’। উৎসবে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও স্থানীয় বাসি
৪ ঘণ্টা আগেকিছু ব্যাংক রক্ষা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, ‘ব্যাংক খাতের ভয়াবহ অবস্থা কম-বেশি আমরা সবাই জানি। একটা গ্রুপের হাতে ঋণের স্তূপ দেখা গেছে। ব্যাংকের খেলাপি ঋণ ৮৭ শতাংশ হয়ে গেছে। এতে কিছু ব্যাংকের অবস্থা এতটাই নাজুক যে, সেগুলো বাঁচানো
৫ ঘণ্টা আগে