Ajker Patrika

দ্রব্যমূল্য যা-ই হোক, কিছু মানুষ ব্যাংককে বাজার করে লন্ডনে খায়: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৫: ২২
দ্রব্যমূল্য যা-ই হোক, কিছু মানুষ ব্যাংককে বাজার করে লন্ডনে খায়: পরিকল্পনামন্ত্রী

বাজার পরিস্থিতি খারাপের কথা মেনে নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বাজার পরিস্থিতি খারাপ এটা আমরাও বলি। কম আয় যাদের তাদের কষ্ট বেশি, আমার মতো লোকের কষ্ট কম। এমন লোক আছে, পণ্যের এই দাম তার গায়েই লাগে না। আবার এমনও লোক আছে, যত দামই হোক সে ব্যাংককে বাজার করে লন্ডনে খায়।’ 

আজ শুক্রবার সকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার প্রকৌশলীর বাস্তবায়নকৃত ঝিলমিল অডিটোরিয়ামের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নিম্ন আয়ের মানুষের জন্য সরকার বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে। ট্রাকে করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। কম দামে ১ কোটি পরিবারকে চাল দিচ্ছে সরকার। আমাদের দারিদ্র্যের সংখ্যা ১৮ ভাগ, তবে আমরা ২৫ ভাগকে ১ কোটির মধ্যে দিচ্ছি। কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট লাঘবের জন্য আমাদের সরকার আমাদের প্রধানমন্ত্রী খোঁজ-খবর রাখছেন। আমি আশা করি অগ্রহায়ণ মাসের পরে ধান উঠে যাওয়ার পর চালের দাম কিছুটা কমে আসবে।’ 

বিএনপির চলমান অবরোধ-হরতাল প্রসঙ্গে এম এ মান্নান বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ার জন্য আইন আছে আর সেই আইন মানলেই নির্বাচন সুষ্ঠু হবে। সরকার শুধু আইন মানবে সেটা নয়, সব রাজনৈতিক দলকে তা মানতে হবে। যারা ট্রাকে-বাসে আগুন দেয়, ঢিল মারে, তাদেরও আইনের আওতায় আসতে হবে। যারা বাস ভাঙার নেতৃত্ব দেয়, তারা যদি আমাদের ভুলে কোনো কারণে এমপি হয়ে যায়, মহাখবর আছে, সংসদে গেলে আরও খবর আছে।’ 

আওয়ামী লীগ সরকারের ওপর বিদেশি কোনো চাপ রয়েছে কি না—এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কোনো চাপ নেই, কিসের চাপ থাকবে? গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা পাঁচ-ছয় ঘণ্টা সভা করেছি, ওনাকে দেখে তো মনে হলো না উনি চাপে আছেন। যদি চাপ থাকত, তাহলে প্রতি সপ্তাহে আমি বাড়িতে আসতাম না।’ 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুল আলম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূর হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত