Ajker Patrika

বেনাপোল বন্দরে অনলাইনে ট্যাক্স দিতে পারবেন যাত্রীরা

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ১২ মে ২০২৪, ১৯: ৫২
বেনাপোল বন্দরে অনলাইনে ট্যাক্স দিতে পারবেন যাত্রীরা

বেনাপোলসহ দেশের চারটি স্থলবন্দরে যাত্রীসেবা বাড়াতে অনলাইনে বন্দর ট্যাক্স পরিশোধের উদ্বোধন করেছেন বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী। 

আজ রোববার দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ স্থলবন্দর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এ সুবিধার উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান। এ সময় বেনাপোল বন্দর অডিটরিয়ামে ভিডিও কনফারেন্সে যোগ দেন বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিমসহ অন্যরা। 

রেজাউল করিম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, যাত্রীদের প্যাসেঞ্জার টার্মিনালের যে চার্জ দিতে হয়, তা বেনাপোল স্থলবন্দরের ওয়েবসাইটে গিয়ে পরিশোধ করা যাবে। পরে এটি বন্দরের নিরাপত্তাকর্মীকে দেখালে প্রবেশ করার সুযোগ পাবে। 

উদ্বোধনের পর এ সেবার আওতায় থাকছে বেনাপোল, বাংলাবান্ধা, বুড়িমারী ও নওগাঁ স্থলবন্দর। বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ক্রেডিট ও ব্যাংকিং কার্ডের মাধ্যমে এ চার্জ পরিশোধ করা যাবে। বর্তমান যাত্রীপ্রতি বন্দর ট্যাক্স নির্ধারণ করা হয়েছে ৫৪ টাকা ৫২ পয়সা। পরে অন্যান্য বন্দরেও অনলাইনে বন্দর ট্যাক্স পরিশোধের সেবা চালু হবে। 

অনলাইন সেবা চালুর ফলে পাসপোর্টধারীদের সময় সাশ্রয় ও ভোগান্তি কমবে বলে মনে করছেন স্থলবন্দর চেয়ারম্যান ও বন্দর পরিচালকেরা। ভিডিও কনফারেন্সে বেনাপোলসহ বিভিন্ন বন্দর, কাস্টমস, ইমিগ্রেশন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা যোগ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত