রপ্তানিমুখী শিল্পের বন্দর সেবায় ভ্যাট থাকছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ইপিজেডের প্রতিষ্ঠান ও শতভাগ রপ্তানিমুখী শিল্পের বন্দর সেবার বিপরীতে মূল্য সংযোজন কর বা ভ্যাট কাটা যাবে না। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর মূসক আইন ও বিধি বিভাগ থেকে ওই নির্দেশনা জারি করা হয়েছে।

ভ্যাট বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগের আইনে জাহাজে সব ধরনের প্রতিষ্ঠানের রপ্তানির ক্ষেত্রে বন্দর সেবায় মূসক অব্যাহতি ছিল। কিন্তু ২০২৩ সালের বাজেটে মূসক আইনের ওই উপধারাটি বাদ দেওয়া হয়েছিল, যা শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এ বিষয়ে ২০১৯ সালের ১৯ জুনে প্রকাশিত এসআরও-১৮৮ অনুসারে জাহাজের মাধ্যমে শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সেবার ক্ষেত্রে ভ্যাট বা মূসক অব্যাহতির বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা রয়েছে। এ নিয়ে জটিলতা নিরসনে এনবিআর চিঠি ইস্যু করে নির্দেশনা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত