Ajker Patrika

ইন্টারনেট বন্ধে গ্রাহকদের ক্ষতি ১০ হাজার কোটি টাকা: মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইন্টারনেট বন্ধে গ্রাহকদের ক্ষতি ১০ হাজার কোটি টাকা: মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

সারা দেশে সবার জন্য দ্রুত ইন্টারনেট সেবা চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। বুধবার (২৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। 

বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গত ১৭ জুলাই থেকে সারা দেশে বন্ধ হয়ে গেছে মোবাইল ফোন ভিত্তিক ইন্টারনেট সেবা এবং ১৮ জুলাই থেকে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ আছে। এতে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর সঙ্গে ইন্টারনেট সুবিধাভোগী আরও ৫ কোটি গ্রাহক ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য, শিল্প কারখানা, চিকিৎসা, শিক্ষা, ব্যাংক, বিমা, সফটওয়্যার শিল্পে ধস নেমেছে। একই ভাবে টেলিযোগাযোগ শিল্পে ৩০ শতাংশ ব্যবসা কমেছে। সরকারি সব ইউটিলিটি গ্রাহকের বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ, সুপেয় পানি, এটিএম বুথে টাকা উত্তোলন, মোবাইল ব্যাংকিং সেবায় ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। সব মিলিয়ে দৈনিক গ্রাহকদের ক্ষতির পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা। তাই সারা দেশে দ্রুত মোবাইল ফোন ভিত্তিক ইন্টারনেট সেবা ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। 

বিবৃতিতে আরও বলা হয়, ইন্টারনেট এখন আন্তর্জাতিক ভাবে জাতিসংঘ ঘোষিত মৌলিক মানবাধিকার। পাশাপাশি সরকারের ও বিটিআরসির কাছে আমাদের দাবি, অব্যাহত ইন্টারনেট ডেটা চালুর সঙ্গে সঙ্গে ব্যবহার উপযোগী করে তুলতে হবে। সেই বিটিআরসির কাছে আবেদন, আগস্ট মাসের বিল গ্রাহকদের কাছে যাতে না নেওয়া হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। 

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন গ্রাহকদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়াতে এবং ভয়ভীতি তৈরি হয় এমন কিছু পোস্ট না করতে অনুরোধ জানায়। বিবৃতিতে বলা হয়, বহির্বিশ্বে দেশের সুনাম ক্ষুণ্ন হয় এমন কিছু বা নেতিবাচক প্রভাব ফেলবে এমন মন্তব্য করা থেকে বিরত থাকুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত