এস আলম গ্রুপের বিরুদ্ধে ২০০০ কোটি টাকার খেলাপি মামলা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার ঋণ খেলাপি মামলা করা হয়েছে। আজ রোববার গ্রুপটির দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রামের অর্থঋণ আদালতে মামলা করেছে জনতা ব্যাংক।

দেশের আর্থিক খাতের আলোচিত ব্যবসায়িক শিল্প গ্রুপ এস আলমের বিরুদ্ধে এ–ই প্রথম ২ হাজার কোটি টাকার ঋণ খেলাপি মামলা করল জনতা ব্যাংক।

অর্থ ঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জনতা ব্যাংক চট্টগ্রামের দুই শাখা থেকে নামে–বেনামে প্রায় ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ। সময়মতো ঋণ শোধ না করায় ইতিমধ্যে গ্রুপটির সম্পত্তি নিলামে তুলেছে জনতা ব্যাংক আগ্রাবাদ সাধারণ বিমা শাখা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত