এএফপি, ওয়াশিংটন
ইউক্রেনকে আরও ১ দশমিক ১ বিলিয়ন ডলার অর্থছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলমান ঋণ কর্মসূচির আওতায় দেশটির বাজেট সহায়তার অংশ হিসেবে এ ঋণ অনুমোদন দেওয়া হয়।
এই অনুমোদন এমন এক সময়ে এসেছে, যখন রাশিয়ার অব্যাহত হামলার বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেন। মাত্র এক মাস আগে আইএমএফের কর্মীরা ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের চার বছরব্যাপী কর্মসূচির ষষ্ঠ পর্যালোচনা সম্পন্ন করেছেন।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে বলেন, রাশিয়ার যুদ্ধ ইউক্রেনের ওপর ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ফেলছে। যুদ্ধের মধ্যেও ইউক্রেনীয় কর্তৃপক্ষের দক্ষ নীতিনির্ধারণ ও উল্লেখযোগ্য বৈদেশিক সহায়তার কারণে দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে।
আইএমএফের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির অধীনে অর্থছাড়ের পর গত বছরের মার্চে চুক্তি সই হওয়ার পর থেকে ৯ দশমিক ৮ বিলিয়ন ডলার পেয়েছে ইউক্রেন।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেন, ‘আমাদের দেশের এই কঠিন সময়ে ধারাবাহিক সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতি গভীর কৃতজ্ঞ।’
গত শুক্রবার আইএমএফ বোর্ডের অনুমোদন পাওয়া অর্থ ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই পাবে ইউক্রেন। ট্রাম্প ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধের জন্য মার্কিন ব্যয়ের তীব্র সমালোচনা করেছেন এবং দ্রুত সংঘাত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। এর ফলে মার্কিন মিত্রদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, ইউক্রেন হয়তো রাশিয়ার কাছে তাদের গুরুত্বপূর্ণ ভূখণ্ড ছাড়তে বাধ্য হবে।
আইএমএফের প্রধান জর্জিয়েভা বলেন, ইউক্রেনের অর্থনীতি স্থিতিশীল রয়েছে, যদিও অবকাঠামোর ওপর হামলা ও শ্রমবাজার-সংকটের মতো বাধা রয়েছে। ঝুঁকিগুলো এখনো প্রধানত নেতিবাচক দিকে ঝুঁকে আছে। যদি ঝুঁকিগুলো বাস্তবায়িত হয়, তবে যথাযথ নীতিগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা অত্যন্ত জরুরি।
ইউক্রেনকে আরও ১ দশমিক ১ বিলিয়ন ডলার অর্থছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলমান ঋণ কর্মসূচির আওতায় দেশটির বাজেট সহায়তার অংশ হিসেবে এ ঋণ অনুমোদন দেওয়া হয়।
এই অনুমোদন এমন এক সময়ে এসেছে, যখন রাশিয়ার অব্যাহত হামলার বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেন। মাত্র এক মাস আগে আইএমএফের কর্মীরা ১৫ দশমিক ৫ বিলিয়ন ডলার মূল্যের চার বছরব্যাপী কর্মসূচির ষষ্ঠ পর্যালোচনা সম্পন্ন করেছেন।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে বলেন, রাশিয়ার যুদ্ধ ইউক্রেনের ওপর ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ফেলছে। যুদ্ধের মধ্যেও ইউক্রেনীয় কর্তৃপক্ষের দক্ষ নীতিনির্ধারণ ও উল্লেখযোগ্য বৈদেশিক সহায়তার কারণে দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে।
আইএমএফের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির অধীনে অর্থছাড়ের পর গত বছরের মার্চে চুক্তি সই হওয়ার পর থেকে ৯ দশমিক ৮ বিলিয়ন ডলার পেয়েছে ইউক্রেন।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেন, ‘আমাদের দেশের এই কঠিন সময়ে ধারাবাহিক সহায়তার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতি গভীর কৃতজ্ঞ।’
গত শুক্রবার আইএমএফ বোর্ডের অনুমোদন পাওয়া অর্থ ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগেই পাবে ইউক্রেন। ট্রাম্প ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধের জন্য মার্কিন ব্যয়ের তীব্র সমালোচনা করেছেন এবং দ্রুত সংঘাত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। এর ফলে মার্কিন মিত্রদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, ইউক্রেন হয়তো রাশিয়ার কাছে তাদের গুরুত্বপূর্ণ ভূখণ্ড ছাড়তে বাধ্য হবে।
আইএমএফের প্রধান জর্জিয়েভা বলেন, ইউক্রেনের অর্থনীতি স্থিতিশীল রয়েছে, যদিও অবকাঠামোর ওপর হামলা ও শ্রমবাজার-সংকটের মতো বাধা রয়েছে। ঝুঁকিগুলো এখনো প্রধানত নেতিবাচক দিকে ঝুঁকে আছে। যদি ঝুঁকিগুলো বাস্তবায়িত হয়, তবে যথাযথ নীতিগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুতি ও বিকল্প পরিকল্পনা অত্যন্ত জরুরি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লভ্যাংশের ওপর উৎসে কর ফাঁকি এবং এর ফলে আরোপিত জরিমানার অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১১২ কোটি ৮০ লাখ টাকা।
৭ ঘণ্টা আগেদেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর কাজ চলছে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাও সন্তোষজনক পর্যায়ে। এর পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ধনিক শ্রেণির (অলিগার্ক) প্রভাব কমানোর মতো বড় চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিলে ২০২৫ সালের মধ্যে অর্থনীতিতে ইতিব
৭ ঘণ্টা আগেদেশের শীর্ষ ১০ ব্যবসায়ী গ্রুপ এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ তদন্তে যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই টিম আন্তসংস্থা টাস্কফোর্সের অধীনে কাজ করবে। অভিযোগ ওঠা গ্রুপগুলো হলো এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন...
৯ ঘণ্টা আগেজনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার গত বৃহস্পতিবার চট্টগ্রাম নিউ মার্কেটে নতুন শাখার উদ্বোধন করেছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতিমান অভিনেত্রী ও মডেল নাভিলা ইসলাম ও কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিনুল ইসলাম শামীম।
৯ ঘণ্টা আগে