দুর্গাপূজা উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
Thumbnail image

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একমাত্র চারদেশীয় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন।

জানা যায়, দুর্গা পূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন এবং ভারত, নেপাল, ভুটানের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯টা থেকে ৯ অক্টোবর (রোববার) বিকেল ৫টা পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১০ অক্টোবর (সোমবার) সকাল থেকে বন্দরের সব কার্যক্রম চালু থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

 এ বিষয়ে বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভারত-বাংলাদেশ নেপাল-ভুটানের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১০ দিন বন্ধ থাকার পর আগামী ১০ অক্টোবর থেকে পুনরায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত