নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা কর্মসূচির শুভেচ্ছাদূত বা অ্যাম্বাসেডর ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। নানা অনৈতিক কাজে সম্পৃক্ততা ও বিতর্কিত হওয়ায় তাঁর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আজ বুধবার ৯১৬তম জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএসইসির বড় একটি কর্মসূচি ছিল ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’। এই কার্যক্রমের শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৭ সালে সাকিব আল হাসানকে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করে বিএসইসি। ওই বছরের অক্টোবরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে বিএসইসির সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। ওই সময় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এম খায়রুল হোসেন।
পরে বিএসইসির নেতৃত্ব বদল হয়ে অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলামের নেতৃত্বে পুনর্গঠন করা হয়। ২০২০ সালে শিবলীর নেতৃত্বে বিএসইসি পুনর্গঠন হলেও সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে বহাল রাখা হয়।
শিবলী রুবাইয়াতের সময়ে পুঁজিবাজারের একজন আলোচিত বিনিয়োগকারী হিসেবেও আত্মপ্রকাশ ঘটে সাকিব আল হাসানের। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে পুঁজিবাজারের কারসাজিতে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
পুঁজিবাজারের বড় কারসাজিকারক হিসেবে পরিচিত সমবায় অধিদপ্তরের কর্মকর্তা আবুল খায়ের হিরুর ব্যবসায়িক অংশীদার সাকিব। তাঁদের মালিকানায় রয়েছে একটি ব্রোকারেজ হাউস। বিভিন্ন সময় সাকিবের বিরুদ্ধে কারসাজির অভিযোগ উঠলেও পার পেয়ে গেছেন তিনি।
এদিকে বুধবারই পুঁজিবাজারে কেলেঙ্কারিসহ ছয়টি অভিযোগের তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নওমী দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন জমা দেন।
আবেদনে সাকিব আল হাসানের বিরুদ্ধে পুঁজিবাজার কেলেঙ্কারি, অবৈধ জুয়া ব্যবসা, সোনা চোরাকারবার, কাঁকড়া ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ, ক্রিকেটে দুর্নীতি এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, তাঁর নিযুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। কারণ, তাঁর অসততা এবং তিনি প্রশ্নবিদ্ধ লোক। তাঁর বিরুদ্ধে নানা রকম অনিয়ম ও অনৈতিক অভিযোগ রয়েছে। তাঁকে এ পদে রাখা যায় না।
জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে সাকিব আল হাসান বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিনিয়োগ শিক্ষা কর্মসূচির শুভেচ্ছাদূত বা অ্যাম্বাসেডর ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। নানা অনৈতিক কাজে সম্পৃক্ততা ও বিতর্কিত হওয়ায় তাঁর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আজ বুধবার ৯১৬তম জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএসইসির বড় একটি কর্মসূচি ছিল ‘দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম’। এই কার্যক্রমের শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৭ সালে সাকিব আল হাসানকে এ কার্যক্রমের সঙ্গে যুক্ত করে বিএসইসি। ওই বছরের অক্টোবরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে বিএসইসির সঙ্গে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়। ওই সময় বিএসইসির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এম খায়রুল হোসেন।
পরে বিএসইসির নেতৃত্ব বদল হয়ে অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলামের নেতৃত্বে পুনর্গঠন করা হয়। ২০২০ সালে শিবলীর নেতৃত্বে বিএসইসি পুনর্গঠন হলেও সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে বহাল রাখা হয়।
শিবলী রুবাইয়াতের সময়ে পুঁজিবাজারের একজন আলোচিত বিনিয়োগকারী হিসেবেও আত্মপ্রকাশ ঘটে সাকিব আল হাসানের। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে পুঁজিবাজারের কারসাজিতে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
পুঁজিবাজারের বড় কারসাজিকারক হিসেবে পরিচিত সমবায় অধিদপ্তরের কর্মকর্তা আবুল খায়ের হিরুর ব্যবসায়িক অংশীদার সাকিব। তাঁদের মালিকানায় রয়েছে একটি ব্রোকারেজ হাউস। বিভিন্ন সময় সাকিবের বিরুদ্ধে কারসাজির অভিযোগ উঠলেও পার পেয়ে গেছেন তিনি।
এদিকে বুধবারই পুঁজিবাজারে কেলেঙ্কারিসহ ছয়টি অভিযোগের তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নওমী দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন জমা দেন।
আবেদনে সাকিব আল হাসানের বিরুদ্ধে পুঁজিবাজার কেলেঙ্কারি, অবৈধ জুয়া ব্যবসা, সোনা চোরাকারবার, কাঁকড়া ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ, ক্রিকেটে দুর্নীতি এবং নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, তাঁর নিযুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। কারণ, তাঁর অসততা এবং তিনি প্রশ্নবিদ্ধ লোক। তাঁর বিরুদ্ধে নানা রকম অনিয়ম ও অনৈতিক অভিযোগ রয়েছে। তাঁকে এ পদে রাখা যায় না।
জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে সাকিব আল হাসান বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন।
অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেছেন, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের আন্তর্জাতিক সালিসে যাওয়ার হুমকিতে ভয় পাওয়ার কারণ নেই। দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগেবেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
১৮ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
১৯ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
১৯ ঘণ্টা আগে